For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রমেই বাড়ছে 'নাম্বার ফোর'-এর দাবিদার! আইপিএল দিয়ে দলের দরজা খুলতে চান পৃথ্বীও


 টিম ইন্ডিয়ার 'নাম্বার ফোর' জায়গাটা এখনও পাকা নয়। এই অবস্থায়, সাধারণত ইনিংস ওপেন করলেও পৃথ্বী শ, মনে করছেন দল তাঁকে যে ভূমিকাই দিক, তিনি তা পালন করতে প্রস্তুত।

Google Oneindia Bengali News

বিশ্বকাপের ভারতীয় দলে 'নাম্বার ফোর' জায়গাটিতেই এখনও কেউ তাঁর নাম পাকা করতে পারেননি - এটা এখন 'ওপেন সিক্রেট'। হাতে আর কোনও আন্তর্জাতিক ম্যাচ না থাকায় আসন্ন আইপিএল মরসুমেই কাজে লাগিয়ে সেই জায়গা নিতে চাইছেন অনেকেই। সেই দলে নাম লেখালেন পৃথ্বী শ-ও। সাধারণত সব ধরণের ক্রিকেটেই তিনি ইনিংস ওপেন করলেও, তাঁর মতে ভারতীয় দলে তাঁকে যে ভূমিকাই দেওয়া হোক না কেন, তা পালন করতে তিনি প্রস্তুত।

ক্রমেই বাড়ছে নাম্বার ফোর-এর দাবিদার

আইপিএল ২০১৯ শুরু হওয়ার ১ সপ্তাহ আগে দিল্লি ডেয়ারডেভিল-এর এই ব্যাটসম্যান সংবাদ সংস্থা আইএএন-কে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, ভারতীয় দলের তাঁকে যত নম্বরেই ব্যাট করতে বলা হোক না কেন, তিনি মাঠে নেমে যেতে প্রস্তুত।

তিনি জানিয়েছেন যখন তিনি ওপেন করেন, তখন ৩০ গজের বৃত্তের বাইরে মাত্র ২ জন ফিল্ডার থাকেন। সেই ক্ষেত্রে তিনি যেরকম ভঙ্গীতে খেলে থাকেন, মাঝের ওভারে ব্যাট করতে গেলে তা অবশ্যই বদলাবে। তবে খেলায় বিশেষ পরিবর্তন করতে হবে না, পৃথ্বীর মতে বদলটা আনতে হয় 'মাইন্ডসেট'-এ।

তিনি আরও জানিয়েছেন, দলে ঢোকার পর প্রথম প্রথম ড্রেসিংরুমে সিনিয়রদের সামনে গুটিয়েই থাকতেন। তা কাটান কোচ ও অধিনায়ক। লাল হলের ক্রিকেটে দুর্দান্ত অভিষেকের পর সাদা বলের ক্রিকেটে ভারতের নীল জার্সি পড়ে মাঠে নামতে তর সইছে না মুম্বইয়ের এই তরুণ প্রতিভার। বিশ্বকাপের দলের দরজা খোলার চাবি হিসেবে আইপিএল-কেই দেখছেন তিনি।

English summary
No. 4 spot is still up for grabs in Team India. Though Prithvi Shaw is an opener, believes he's ready for whatever role he will be given in the team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X