For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮ মাস পর ক্রিকেটে প্রত্যাবর্তন করে অর্ধশতরান পৃথ্বী শয়ের

ডোপ পরীক্ষায় ফেল করায় ক্রিকেট থেকে আট মাসের নির্বাসন। কেরিয়ারের শুরুতেই এই নির্বাসন পৃথ্বী শয়ের ক্রিকেট জার্নিতে ধাক্কা দিয়েছে। যদিও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়কের মনোবল টলাতে পারেনি।

  • |
Google Oneindia Bengali News

ডোপ পরীক্ষায় ফেল করায় ক্রিকেট থেকে আট মাসের নির্বাসন। কেরিয়ারের শুরুতেই এই নির্বাসন পৃথ্বী শয়ের ক্রিকেট জার্নিতে ধাক্কা দিয়েছে। যদিও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়কের মনোবল টলাতে পারেনি। ৮ মাস পর ক্রিকেটে ফিরে ব্যাটে রান হাঁকিয়ে সেটাই প্রমাণ করলেন পৃথ্বী শ।

৮ মাস পর ক্রিকেটে প্রত্যাবর্তন করে অর্ধশতরান পৃথ্বী শয়ের

নির্বাসন কাটিয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে বাইশ গজে ফিরেছেন পৃথ্বী শ। আদিত্য থারের সঙ্গে মুম্বইয়ের হয়ে এদিন ওপেনিংয়ে নেমে ৩২ বলে অর্ধশতরান করেন। আসামের বিরুদ্ধে শেষ পর্যন্ত ৬৩ রান করে আউট হন। এই রানে পৌঁছতে ডানহাতি ব্যাটসম্যান ৩৮ বল খেলেন। মুম্বইয়ের ব্যাটিংয়ের ১৬ তম ওভারে রায়ান প্রয়াগের বলে পৃথ্বী আউট হয়েছেন। ম্যাচে মুম্বইয়ের অন্য ওপেনার আদিত্য থারে ৮২ রান করেন। নির্ধারিত ২০ ওভারে আসামের বিরুদ্ধে ২০৬ রান তোলে মুম্বই।

প্রসঙ্গত চলতি বছর জুলাই মাসে বিসিসিআই পৃথ্বী শকে সাসপেন্ড করে। ভুল করে নিষিদ্ধ ওষুধ খেয়ে ফেলেছিলেন শ। অজান্তে পৃথ্বী যে কাশির সিরাপ খেয়েছিলেন তাতে টারবুটালাইন উপাদান ছিল। বাজারে বিক্রি হওয়া কম-বেশি প্রতিটি কাশির সিরাপেই এই উপাদান থাকে যা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির নিয়ম অনুযায়ী নিষিদ্ধ উপাদান। যার জেরে ডোপ পরীক্ষায় ফেল করায় মুম্বইয়ের প্রতিভাবান ব্যাটসম্যান পৃথ্বী শকে ক্রিকেট থেকে আট মাস নির্বাসিত হতে হয়।

চলতি নভেম্বরেই ২০ বছরে পা রাখেন শ।এরপর মুম্বইয়ের জার্সিতে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই অর্ধশতরান হাঁকালেন তিনি।

English summary
Prithvi Shaw returns in cricket with a half century in Syed Mushtaq Ali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X