For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুরন্ত পৃথ্বী, উঠতি তারকা-র ধামাল, চিনে নিন পৃথ্বীকে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল। দলের জয়ে বড় ভূমিকা অধিনায়ক পৃথ্বী শ-র 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

শুরু হয়ে গেল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের অভিযান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ রানে ম্যাচ জয়ে করে রাহুল দ্রাবিড়ের ছেলেরা। অধিনায়ক পৃথ্বী শ ৯৪ রান করেন। পৃথ্বী অনেকদিন ধরেই খবর শিরোনামে থাকেন। বিশ্বকাপের প্রথম ম্যাচেই শতরানের কাছাকাছি পৌঁছে লাইমলাইট তাঁর দিকে করে নিয়েছেন। একের পর তারকা-র মজে পৃথ্বী শ।

শুরুর কথা

২০১১ সালে মাত্র ১১ বছর বয়সে ২০০০ রান করেন পৃথ্বী শ। তাঁর পারফরম্যান্সে প্রভাবিত হয়ে সে সময়ের শিবসেনার এক নেতা মুম্বইতে তাঁকে ফ্ল্যাট উপহার দেন। যাতে অনুশীলনের জন্য রোজ ট্রেন ধরে যাতায়াত না করতে হয়। নীলেশ কুলকার্নি ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধও হন এই সময়েই।

[আরও পড়ুন:'হ্যাঁ-আমার স্তন আছে', তাঁর সমালোচকদের এভাবেই জবাব দিলেন অভিনেত্রী শামা সিকান্দর][আরও পড়ুন:'হ্যাঁ-আমার স্তন আছে', তাঁর সমালোচকদের এভাবেই জবাব দিলেন অভিনেত্রী শামা সিকান্দর]

সচিনের অভয় বাণী

২০১১ সালেই সচিন তেন্ডুলকর -র সঙ্গে তুলনা শুরু হয় যায়। তাঁকে মুম্বইয়ের পরের সচিন বলেও জাকা শুরু বয়ে যায়। সচিন নিজে হাজির হয়েছিলেন পৃথ্বীর ব্যাটিং দেখতে। পৃথ্বীর ব্যাটিং দেখে মাস্টারব্লাস্টার এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তাঁকে জানিয়ে দেন যে কোনও সময়েই তাঁকে ফোন করতে পারেন পৃথ্বী।

ম্যানচেস্টারে ধুম

ম্যানচেস্টারে এক ক্রিকেট স্কুলে এক মাসের ট্রেনিংয়ের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়। পাশাপাশি এই বয়সেই কাউন্টি ক্রিকেটের দ্বিতীয় ডিভিসনের দল গ্লস্টারশায়ারের জন্য খেলেন পৃথ্বী শ।

বার্ষিক চুক্তি এসজি-র

২০১৪ সালে পৃথ্বীর ধারাবাহিক উন্নতির খবর বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। যার ফলে বিভিন্ন কোম্পানি তাঁর সঙ্গে চুক্তি করার আগ্রহ দেখায়। মীরটের এসজি কোম্পানি এই সময় তাঁর সঙ্গে বার্ষিক ৩৬ লক্ষ টাকার চুক্তি করেন। এই মরশুমে ইংল্যান্ডের ইয়র্কশায়ারের হয়ে প্রিমিয়ার লিগে খেলেন।

English summary
Prithvi Shaw shines in India's first win against Australia, know some facts about Prithvi 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X