For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ড সফরের আগে নতুন বছরে চোটের কবলে পৃথ্বী শ

নিউজিল্যান্ড সফরের আগে নতুন বছরে চোটের কবলে পৃথ্বী শ

  • |
Google Oneindia Bengali News

২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে শুরুর আগে প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। নতুন বছরে সামনে এবার নিউজিল্যান্ড সফর। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকার কারণে এবার পৃথ্বী শ জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন বলে ধরা হচ্ছিল। আসন্ন সিরিজে পৃথ্বী প্রত্যাবর্তন করবে কিনা, সেটা সময়ই বলবে তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কঠিন সিরিজের আগে চোটের কবলে ডানহাতি ওপেনার। এবার ফিল্ডিং করতে গিয়ে বাঁ-কাঁধে চোট পয়েছেন পৃথ্বী শ।

পৃথ্বীর এমআরআই হয়েছে

পৃথ্বীর এমআরআই হয়েছে

মুম্বই বনাম কর্ণাটকের রঞ্জি ম্যাচে ফিল্ডিং করার সময় বিপজ্জনকভাবে পড়ে গিয়ে চোট পেয়েছেন শ। পরে পৃথ্বীর এমআরআই স্ক্যান রয়েছে। মুম্বই দলের অধিনায়ক সূর্য কুমার যাদব জানিয়েছেন, চোট গুরুতর বলে আশঙ্কা করা হলেও মারাত্মক কিছু হয়নি। তবে এখনও এমআরআই রিপার্ট হাতে পাওয়া বাকি রয়েছে।

২০১৯ সালটা পৃথ্বীর ভালো যায়নি

২০১৯ সালটা পৃথ্বীর ভালো যায়নি

২০১৮সালে দেশের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে দারুণ অভিষেক হলেও ২০১৯ সালটা পৃথ্বীর একেবারেই ভালো যায়নি। ভুল কাশির সিরাপ খেলে ডোপ পরীক্ষায় ফেল করায় বিসিসিআই তাঁকে ৮ মাস নির্বাসিত করেছিল।

পৃথ্বীর প্রত্যাবর্তন

পৃথ্বীর প্রত্যাবর্তন

এরপর ক্রিকেটে ফিরে মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৫ ইনিংসে পৃথ্বী ৩ টি হাফ সেঞ্চুরি করেন এবং বরোদার বিরুদ্ধে রঞ্চি ট্রফির ম্যাচে দ্বিশতরান হাঁকান। স্বভাবতই ব্যাটে দুর্দান্ত ক্রিকেট খেলার কারণে নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে পৃথ্বী সুযোগ পেতে পারেন বলে ধরে নেওয়া হয়েছিল। যার আগে এবার কাঁধে চোট পেলেন শ। নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের স্কোয়ার্ডে রয়েছেন পৃথ্বী।

English summary
Prithvi Shaw suffers shoulder injury ahead of New Zealand tour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X