For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাস্ট উইন ম্যাচে আজ ব্যাঙ্গালোরের সামনে মুম্বই, জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি আরসিবি এবং এমআই। এই ম্যাচ জয় পেতে দুই দলই নিজেদের মতো ঘুঁটি সাজাচ্ছে। এক নজরে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

মাস্ট উইন ম্যাচে মঙ্গলবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ান্স। লিগ টেবিলে ষষ্ঠ এবং সপ্তম স্থানে থাকা দুই দলের ম্যাচ হলেও সমর্থকদের মধ্যে উত্তেজনার কোনও অভাব নেই।

মাস্ট উইন ম্যাচে আজ ব্যাঙ্গালোরের সামনে মুম্বই, জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

[আরও পড়ুন: আইপিএল-এ টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি মুম্বই-ব্য়াঙ্গালোর][আরও পড়ুন: আইপিএল-এ টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি মুম্বই-ব্য়াঙ্গালোর]

সমর্থকদের উৎসাহের অভাব না থাকলেও চলতি আইপিএলে একেবারেই ভাল ছন্দে নেই মুম্বই এবং ব্যাঙ্গালোর দল। এখনও পর্যন্ত সাতটি করে ম্যাচ খেলেছে এই দুই দল। যার মধ্যে জয় এসেছে মাত্র দু'টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে পাঁচটি ম্যাচে। ফলে সাত ম্যাচ থেকে চার পয়েন্ট দু'টি দলের পয়েন্টও সমান। সাত ম্যাচ থেকে এই দু'টি দল অর্জন করেছে মাত্র চার পয়েন্ট। কিন্তু রান রেটের বিচারে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলোরের থেকে অনেকটাই ভাল জায়গায় রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স আর এই কারণেই ব্যাঙ্গালোরের থেকে লিগ টেবিলের এক ধাপ উপরে আছে মুম্বই।

তবে, রান রেটের বিচারে এগিয়ে থাকলেও তা কখনই নিরাপদ নয় মুম্বইয়ের জন্য।
লিগ টেবিলের এখন যা অবস্থান তাতে প্লে অফের আশা টিকিয়ে রাখতে হলে একটি ম্যাচও হারা চলবে এই দুই দলের। যে দল হারবে সেই অনেকটা পিছিয়ে পড়বে এই আইপিএলে। ফলে এই ম্যাচ জিততে যে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে দুই দল সেই বিষয়ে কোনও সংশয়ই থাকতে পারে না।

টক্কর সমানে সমানে হলেও গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কিছুটা অ্যাডভান্টেজ পাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম পর্বের ম্যাচে এই ব্যাঙ্গালোরকে ঘরের মাঠে ৪৬ রানে হারায় রোহিত শর্মার দল। সেই ম্যাচে অধিনায়ক রোহিত খেলেছিলেন ম্যাচ উইনিং ৯৪ রানের ইনিংস। পাশাপাশি হেড টু হেডেও এগিয়ে আছে মুম্বই। আরসিবির বিরুদ্ধে ২২টি ম্যাচ খেলেছে বাণিজ্য নগরীর এই দল। যার মধ্যে তাদের জয় ১৪টি ম্যাচে।

মুম্বই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, উইনিং কম্বিনেশনে একটি বদল আনতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। গত ম্যাচে মুম্বইয়ের প্রথম এগারোয় সুযোগ না পাওয়া বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমান ফিরতে পারেন প্রথম একাদশে। বেন কার্টিংয়ের পরিবর্তে এই ম্যাচে দলে ফিরতে পারেন তিনি। তাঁর বোলিং বিবিধতাকে কাজে লাগিয়ে বিরাট কোহলি, ব্র্যান্ডান ম্য়াকালাম, এবি ডিভিলিয়ার্সদের নিয়ে তৈরি ব্যাটিং লাইনআপকে চাপে ফেলতে চাইছে রোহিত।

মুম্বইয়ের মতোই মেগা এই ম্যাচে ঘুঁটি সাজানোর অঙ্কে পিছিয়ে নেই রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি টিম সূত্রে খবর, মাস্ট উইন ম্যাচে প্রবল ভাবে এবি ডিভিলিয়ার্সকে দলে চাইছেন অধিনায়ক বিরাট কোহলি। শরীর অসুস্থ থাকায় গত ম্যাচে এবিডির সার্ভিস পায়নি বিরাটের দল। তাই এই ম্যাচে এবিকে খেলানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ডিভিলিয়ার্স সুস্থ হয়ে দলে ফিরলে, তাঁকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য দলের বাইরে যেতে হতে পারে কলিন ডি গ্রান্ডহোমকে। অপর দিকে, এই ম্যাচে দলের বাইরে বসতে হতে পারে মনন ভোরাকে। তাঁর বদলে আরসিবি-র প্রথম একাদশে জায়গা করতে পারেন ওয়াশিংটন সুন্দর।

এক ঝলকে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:

কুইন্টন ডি কক, ব্র্যান্ডন ম্যাকালাম, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মনদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, মুরুগান অশ্বিন, টিম সাউদি, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ

মুম্বই ইন্ডিয়ান্স:

সূর্যকুমার যাদব, এভিন লুইস, রোহিত শর্মা, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, জেপি ডুমিনি, ক্রুণাল পান্ডিয়া, মুস্তাফিজুর রহমান, মিচেল ম্যাকলানেঘান, ময়াঙ্ক মারকান্ডে, যশপ্রীত বুমরা

[আরও পড়ুন:২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ফেভারিট কে? নিজের মত জানিয়ে দিলেন মহারাজ ][আরও পড়ুন:২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ফেভারিট কে? নিজের মত জানিয়ে দিলেন মহারাজ ]

English summary
RCB will face MI in a must win game in M.Chinnaswamy Stadium.Both the teams are doing calculation to find out the winning way. Have a look on the first eleven of both teams.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X