For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেনে নিন কারা সুযোগ পেতে চলেছেন চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচে

মাঠে সিএসকের বিরুদ্ধে মাঠে নামছে আরসিবি। আরসিবি প্রথম একাদশে বদল না আনলেও প্রথম একাদশে বদল আনছে সিএসকে। দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

বুধবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতিমধ্যেই এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ বাড়তে শুরু করেছে দেশের ক্রিকেট মহলে। এই দু'টি দলের লড়াইকে ছাপিয়ে যাচ্ছে যুযুধান দুই অধিনায়কের মগজাস্ত্রের লড়াই। এক জন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, অপর জন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুধু দেশেই নয়, দেশের বাইরেও এই দুই ক্রিকেটীয় ব্যক্তিত্বের অসংখ্য গুণমুগ্ধ রয়েছেন। ফলে এর আঁচে গা সেঁকতে শুরু করেছেন প্রবাসী ভারতীয়রাও।

জেনে নিন কারা সুযোগ পেতে চলেছেন চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচে

[আরও পড়ুন:আইপিএলে আজ মুখোমুখি ধোনি-কোহলি, জেনে নিন কেমন তৈরি দুই দল][আরও পড়ুন:আইপিএলে আজ মুখোমুখি ধোনি-কোহলি, জেনে নিন কেমন তৈরি দুই দল]

এমনিতে চলতি আইপিএলে একে বারেই ভাল ছন্দে নেই রয়্যাল চ্যালেঞ্জার্সে বেঙ্গালুরু। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে দু'টিতে জয় পেয়েছে বিরাট কোহলির দল। হারতে হয়েছে ৩টি ম্যাচে। পাঁচ ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আছেন বিরাট কোহালির দল। তবে বিরাটের দলকে আত্মবিশ্বাস জোগাচ্ছে গত ম্যাচে দিল্লির ডেয়ারডেভিলসের বিরুদ্ধে পাওয়া জয়। আরসিবি টিম সূত্রে খবর, উইনিংস কম্বিনেশনে বদল আনতে নারাজ বিরাট কোহলি।

অন্য দিকে, বেঙ্গালুরুর সমান সংখ্যক ম্যাচ খেলে ৪টি ম্যাচেই জিতেছে ধোনির চেন্নাই। হেরেছে মাত্র একটি ম্যাচে। পাঁচ ম্যাচ থেকে আট পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে চেন্নাই।
বেঙ্গালুরুর দলে পরিবর্তন আসার সম্ভবনা না থাকলেও আরসিবির বিরুদ্ধ চেন্নাই দলে ফিরতে চলেছেন ইমরান তাহির।

এক ঝলকে দেখে নেওয়া যাক মেগা লড়াইয়ের আগে দুই দলের সম্ভাব্য একাদশ।

জেনে নিন কারা সুযোগ পেতে চলেছেন চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচে

চেন্নাই সুপার কিংস:

শেন ওয়াটসন, অম্বতি রায়াডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, স্যাম বিলিংস, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাডেজা, দীপক চাহার, ইমরান তাহির, করন শর্মা, শার্দূল ঠাকুর

জেনে নিন কারা সুযোগ পেতে চলেছেন চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

কুইন্টন ডি'কক, মনন ভোরা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, কোরি অ্যান্ডারসন, মননদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, ক্রিস ওকস, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল

English summary
RCB is going to face CSK in there home venue. As per News RCB is not going to change their first eleven. But CSK can make a change in playing eleven.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X