For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেনে নিন দিল্লি বনাম ব্যাঙ্গালোর ম্যাচের সম্ভাব্য একাদশ

ঘরের মাঠে সম্মানরক্ষার লড়াইয়ে আরসিবিকে হারাতে চাইছে দিল্লি ডেয়ারডেভিলস।

Google Oneindia Bengali News

উইকেন্ডে আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দিল্লি ডেয়ারডেভিলস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।অপেক্ষাকৃত গুরুত্বহীন ম্যাচ হলেও এই ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে উৎসাহের কোনও অভাব নেই।

জেনে নিন দিল্লি বনাম ব্যাঙ্গালোর ম্যাচের সম্ভাব্য একাদশ

২০১৮ আইপিএল টেবিলের যা অবস্থা তাতে এই দুই দলেরই প্লে-অফে খেলার সম্ভবনা প্রায় নেই বললেই চলে। কারণ অলৌকিক কোনও কিছু ছাড়া এই দুই দলের এই বছরের আইপিএলে আর প্লে-অফে খেলা হচ্ছে না। অঙ্কের বিচারে অনেক যদি-কিন্তুর হিসেব থাকলেও, তা আর না ধরাই ভাল।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত এগারোটি ম্যাচ খেলে মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। হার আটটি ম্যাচে। এগারো ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার শেষে রয়েছে দিল্লি।

আরসিবির অবস্থাও খুব ভাল নয়। দিল্লির থেকে এক ধাপ উঁচুতে অর্থাৎ লিগ টেবিলের সপ্তমস্থানে রয়েছে বিরাট কোহলির দল। তাদেরও পয়েন্ট দশ।

তবে, লিগ টেবিলে নিজেদের অবস্থান নিম্নস্থানে হলেও দু'টি দলেই একাধিক তারকা প্লেয়ার আছে।
এই ম্যাচ জিতে সম্মানরক্ষার লড়াই জিততে চাইছে দিল্লি এবং ব্যাঙ্গালোর।

দিল্লি টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, প্রথম একাদশে কোনও বদল আনতে চান না শ্রেয়াস আইয়ার। তবে, দিল্লি অধিনায়ক প্রথম একাদশে বদল আনতে না চাইলেও, প্রথম একাদশে একের বেশি বদল আনতে চলেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

এক নজরে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

দিল্লি ডেয়ারডেভিলস:

পৃথ্বী শ, জেসন রয়, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শঙ্কর, লিয়াম প্লানকিট, অমিত মিশ্র, হর্ষ পটেল, ট্রেন্ট বোল্ট, শাহবাজ নাদিম

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:

কুইন্টন ডি'কক, পার্থিব পটেল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মননদীপ সিং, কলিন ডি গ্র্যান্ডহোম, ওয়াশিংটন সুন্দর, টিম সাউদি, উমেশ যাদব, যুজবেন্দ্র চহাল, মহম্মদ সিরাজ

English summary
DD wil face RCB at Feroz Shah Kotla. Both the teams are ready to win this encounter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X