For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিরুদ্ধে সচেতনতা প্রচারে বুমরাহের নো বল, ট্রোলড পিএসএল দল

করোনার বিরুদ্ধে সচেতনতা প্রচারে বুমরাহের নো বল, ট্রোলড পিএসএল দল

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের নো বলের ছবি দিয়ে দেশের মানুষকে করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতন করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হল পাকিস্তান প্রিমিয়ার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেড। 'ডোন্ট ক্রস দ্য লাইন, ইট ক্যান বি কস্টলি', পাক দলের রূপক ধর্মী বার্তাকে কাজে লাগিয়ে তাদেরই নিশানা করলেন ভারতীয় নেটিজেনরা।

করোনায় ক্ষতি

করোনায় ক্ষতি

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বলি হয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ভারতে আক্রাম্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গিয়েছে। ১১৮ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। মৃত্য হয়েছে ৫০ জনের।

লকডাউন

লকডাউন

করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে ভারত জুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। ঘরবন্দি থাকতে হচ্ছে মানুষকে। আপদকালীন ব্যতিরেকে স্তব্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের পরিষেবা। একই অবস্থা জারি রয়েছে পাকিস্তানেও। এত কড়াকড়ি সত্ত্বেও দুই দেশেই কিছু মানুষ সরকারি নিষেধাজ্ঞা ভেঙে যখন-তখন রাস্তায় নেমে পড়ছেন।

ইসলামাবাদ ইউনাইটেডের প্রচার

এই কঠিন সময়ে নাগরিকদের ঘরবন্দি থাকার আবেদন জানাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। তাঁদেরই মতো সচেনতামূলক প্রচারে নামল পাকিস্তান প্রিমিয়ার লিগের ক্লাব ইসলামাবাদ ইউনাইটেডও। পাকিস্তানের বিরুদ্ধে কোনও খেলায় ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের নো বলের ছবি পোস্ট করে তারা টুইটারে লিখেছে, 'ডোন্ট ক্রস দ্য লাইন, ইট ক্যান বি কস্টলি। অযথা বাড়ি থেকে বেরোবেন না।'

ট্রোলড পোস্ট

ইসলামাবাদ ইউনাইটেডের এই পোস্ট দেখে ক্ষিপ্ত হয়ে যান ভারতীয় নেটিজেনরা। পাকিস্তান প্রিমিয়ার লিগের ওই ক্লাবকে পাল্টা ট্রোলড করেন তাঁরা। কেউ কেউ তো ভারত ও পাকিস্তানের বিশ্বকাপের রেকর্ডও তুলে ধরেন।

English summary
PSL team Islamabad United used Jasprit Bumrah's no ball image for coronavirus awarness and got trolled
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X