For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ব্যাটিং ব্যর্থতায় উঠছে প্রশ্ন

বিশ্বকাপ শুরুর মুখে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে টিম ইন্ডিয়ার তারকাখচিত ব্যাটিং লাইন-আপের এমন প্রদর্শন নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট প্রেমীদের রাতের ঘুম কেড়েছে।

  • |
Google Oneindia Bengali News

রোহিত শর্মা ২ (৬)
শিখর ধাওয়ান ২ (৭)
বিরাট কোহলি ১৮ (২৪)
কেএল রাহুল ৬ (১০)
মহেন্দ্র সিং ধোনি ১৭ (৪২)
দীনেশ কার্তিক ৪ (৩)

বিশ্বকাপ শুরুর মুখে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে টিম ইন্ডিয়ার তারকাখচিত ব্যাটিং লাইন-আপের এমন প্রদর্শন নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট প্রেমীদের রাতের ঘুম কেড়েছে। সেই সঙ্গে এও প্রমাণ হয়েছে, খাতায়-কলমে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সফল ব্যাটিং নেশনের পারফরম্যান্সে কোথাও একটা ঘাটতি তো রয়েছে।

লন্ডনের ওভালে কেন উইলিয়ামসন নেতৃত্বাধীন কিউই-দের বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কলিন ডে গ্রান্ডহোম, জেমস নেসহামদের বিষাক্ত সুইংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করেন ভারতের টপ অর্ডার। রবীন্দ্র জাদেজার ৫০ বলে ৫৪ ও হার্দিক পাণ্ডিয়ার ৩৭ বলে ৩০ সেই ক্ষতে মলম লাগাতে পারেনি। এই প্রদর্শন বিশ্বকাপে জারি থাকলে টিম ইন্ডিয়ার বিপর্যয় অনিবার্য বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা।

টপ অর্ডার

টপ অর্ডার

এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ওপেনিং পার্টনার, আইপিএলে দুরন্ত ফর্মে থাকা রোহিত শর্মা ও শিখর ধাওয়ান মাত্র ১০ রানের মধ্যে সাজঘরে ফিরে যান। তাঁদের ব্যাটিংয়ে ক্লান্তি ও জড়তা সাফ ধরা পড়ে। তিন নম্বরে নামা বিরাট কোহলির ২৪ বলে ১৮ রানের ইংনিসেও আত্মবিশ্বাস চোখে পড়েনি। একই ভাবে একটি সেঞ্চুরি সহ আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কেএল রাহুলকেও ভয়ঙ্কর ট্রেন্ট বোল্টের সামনে আনকোরাই মনে হয়েছে।

৬ নম্বরে মাহি

৬ নম্বরে মাহি

বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি খেলুন পাঁচ নম্বরে, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের পরামর্শ হয়তো ভারতীয় টিম ম্যানেজমেন্টের পছন্দ হয়নি। তাই ওয়ার্ম-আপ ম্যাচে ক্যাপ্টেন কুলকে ছয় নম্বরে নামিয়ে নতুন কোনো পরীক্ষা করতে চেয়েছিলেন রবি শাস্ত্রীরা। যা ডাহা ফেল হয়েছে বলা চলে। ওই পজিশনে ধোনির অস্বাচ্ছন্দ্য ম্যাচে বারবার ধরা পড়ে। চাপের মুখে ৪২ বলে মাত্র ১৭ রানের ইনিংস আর যাই হোক, মাহি-সুলভ বলা যায় না। হার্দিক পাণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে বড় রান না এলে যে কী হত, তা ভেবে আঁতকে উঠছেন ভারতের ক্রিকেট প্রেমীরা।

কার্তিককে নিয়ে প্রশ্ন

কার্তিককে নিয়ে প্রশ্ন

তরুণ ইন-ফর্ম ঋষভ পন্থকে বাইরে রেখে বিশ্বকাপের ১৫ জনের দলে দীনেশ কার্তিককে নেওয়ার সময় নির্বাচকরা কেকেআর অধিনায়কের অভিজ্ঞতাকে কারণ হিসেবে তুলে ধরেছিলেন। কিন্তু তামিলনাড়ুর এই অভিজ্ঞ ব্যাটসম্যান ওয়ার্ম-আপ ম্যাচে মাত্র একটি চার মেরে আউট হলে, বিশ্বকাপ দলে তাঁর প্রয়োজনীয়তা নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেছেন নির্বাচকরা।

কেদার-বিজয়ের অনুপস্থিতি

কেদার-বিজয়ের অনুপস্থিতি

অনেকের মতে, চোটগ্রস্ত অল-রাউন্ডার কেদার যাদব ও বিজয় শঙ্করের অনুপস্থিতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রদর্শনে অনুভূত হয়েছে । আবার অনেকের প্রশ্ন, যদি খেলার মতো অবস্থায় না থাকেন, তবে কেন কেদার যাদবকে ইংল্যান্ড বয়ে নিয়ে যাওয়া হল। কেন ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, আম্বাতি রায়ডুদের সুযোগ দেওয়া হল না। অন্যদিকে, অল-রাউন্ডার বিজয় শঙ্করের চোট গুরুতর হলে, তাঁকে অবিলম্বে দেশে ফিরিয়ে তাঁর বদলে অন্য কাউকে ইংল্যান্ডে পাঠানোর জন্য রব উঠছে বিভিন্ন মহল থেকে।

কেন এই ব্যর্থতা

কেন এই ব্যর্থতা

গত ছয় মাসে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং আইপিএল খেলার ক্লান্তিকেই ভারতীয় ব্যাটসম্যানদের এই ব্যর্থতার অন্যতম কারণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একটা অংশ। আবার অন্য অংশের মতে, ইংল্যান্ডের পরিবেশে মানিয়ে নিতে না পেরেই ব্যাটিংয়ে এই ভরাডুবি।

মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে আরো একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ওই ম্যাচে বিরাট কোহলিরা ঘুরে দাঁড়াতে পারেন কিনা, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

English summary
Questions raised on India's batting performance in World Cup warm-up
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X