For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেসারের মতো কখনও দৌড়ে, কখনও আবার বল লুকিয়ে! অশ্বিনের বিস্ময়কর বোলিং স্টাইল নিয়ে হৈচৈ

ভারতীয় ক্রিকেটে তাঁকে বুদ্ধিমান স্পিনার বলা হয়। ব্যাটসম্যানকে বোকা বানাতে কখনও ক্যারাম বল, কখনও আবার অ্যাশনে বদল এনে ভেল্কি দেখান অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেটে তাঁকে বুদ্ধিমান স্পিনার বলা হয়। ব্যাটসম্যানকে বোকা বানাতে কখনও ক্যারাম বল, কখনও আবার অ্যাশনে বদল এনে ভেল্কি দেখান অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তামিলনাড়ু ক্রিকেট লিগে এবার ব্যাটে-বলে নিত্য নতুন ভেল্কি দেখিয়েই চলেছেন অ্যাশ। এবার বিস্ময়কর বোলিং করে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দিলেন।

অশ্বিনের বল লুকিয়ে রাখায় বোকা বনলেন ব্যাটসম্যান

সোমবার তামিলনাড়ু ক্রিকেট লিগে ডিন্ডিগুল ড্রাগন্স দলের হয়ে শেষ ওভারে বল করতে এসে ভেল্কি দেখান অ্যাশ। ওভারের চতুর্থ ডেলিভারি করার মুহূর্তে বলটি লুকিয়ে রেখে রান আপ নেন। এরপর হাফ আর্ম ডেলিভারি করেন অশ্বিন! হাত পুরো ঘোরানোর আগেই বল ছুঁড়ে দেন। এতেই বড় শট খেলতে গিয়ে বিপক্ষের ব্যাটমস্যান আউট হয়েছেন।

প্রসঙ্গত প্রথমে ব্যাট করে ডিন্ডিগুল ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে। জবাবে মাদুরাই প্যান্থার্সের ইনিংস শেষ হয় ১৫২ রানে। অশ্বিনের ডিন্ডিগুল ৩০ রানে ম্যাচ জিতে নেয়। ম্যাচে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩টি উইকেট পেয়েছেন অশ্বিন।

অশ্বিন যখন পেসার

এই ম্যাচেই আবার অ্যাকশন পরিবর্তন করে ডেলিভারি করার ক্ষেত্রে স্বল্প রান আপ নিয়ে স্পিনার অশ্বিনকে পেসারের মতো বল করতে দেখা যায়।

ব্যাট হাতেও ভেল্কি দেখাচ্ছেন

তামিলনাড়ু প্রিমিয়র লিগের প্রথম ম্যাচে আবার ৩ নম্বরে ব্যাট করতে নেমে ১৯ বলে ৩৭ রান হাঁকিয়ে চমকে দিয়েছেন।

ছবি সৌজন্যে-টিএনপিএল টুইটার

English summary
R Ashwin bizarre bowling action in Tamil Nadu Premier League 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X