For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৈরি জুনিয়র দ্রাবিড়! জোড়া দ্বিশতরানের পর শতরান স্কুল ক্রিকেটে, সঙ্গে ৪ উইকেট


 তৈরি জুনিয়র দ্রাবিড়! জোড়া দ্বিশতরানের পর শতরান স্কুল ক্রিকেটে, সঙ্গে ৪ উইকেটও

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট মহলে শোরগোল, তবে কি তৈরি হয়ে গিয়েছে সমিত দ্রাবিড়। যে আর কেউ নয়, 'মিস্টার ডিপেন্ডেবল' রাহুল দ্রাবিড়ের পুত্র। সমিতের ব্যাটিং-এ বাবার মতোই পরিশ্রম, মনোযোগ ও ধারাবাহিকতা দেখে মুগ্ধ ক্রিকেট বিশেষজ্ঞরা। স্কুল ক্রিকেটে জোড়া দ্বিশতরানের পর এবার শতরান করে আলোচনার কেন্দ্র সমিত দ্রাবিড়।

১৩১ বলে ১৬৬

১৩১ বলে ১৬৬

ক্রিকেট মহলে শোরগোল, বাবা রাহুল দ্রাবিড়ের এক কাঠি ওপর দিয়ে যাচ্ছে নাকি সমিত! সেকেন্ড ডিভিশনের বিটিআর শিল্ড অনূর্ধ্ব ১৪ গ্রুপ একের ম্যাচে মালিয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে বিদ্যাশিল্প অ্যাকাডেমির বিরুদ্ধে মারমুখী ব্যাটিং করতে দেখা গিয়েছে তাকে। ১৩১ বলে ১৬৬ রান করেছে সমিত। মেরেছে ২৪টি চার। রাহুল-পুত্রের এই ইনিংসের সৌজন্যে ৫ উইকেট হারিয়ে ৩৩০ রান তোলে মালিয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুল। এর আগ দুটি দ্বিশতরানও রয়েছে সমিতের।

বল হাতেও সফল সমিত

সেকেন্ড ডিভিশনের অন্তর্গত বিটিআর শিল্ড অনূর্ধ্ব ১৪ গ্রুপ একের ম্যাচে মালিয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের দেওয়া ৩৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮২ রানে অল আউট হয়ে যায় বিদ্যাশিল্প অ্যাকাডেমি। সৌজন্যে সেই সমিত দ্রাবিড়। দুর্দান্ত ব্যাটিং-র পর বল হাতেও ৪ উইকেট নেয় রাহুল দ্রাবিড়ের পুত্র।

রাহুল দ্রাবিড়ের ধারাবাহিকতা

রাহুল দ্রাবিড়ের ধারাবাহিকতা

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন লেজেন্ড রাহুল দ্রাবিড়কে বলা হত 'দ্য ওয়াল'। ধারাবাহিকতা ও অ্যাকিউরেশিতে তাঁর ধারেকাছে ছিলেন না কোনও ক্রিকেটার। পরিসংখ্যানবিদরা জানাচ্ছেন, ২০০২ সালে পরপর চার ম্যাচে শতরান করেছিলেন রাহুল। তার মধ্যে তিনটি ছিল ইংল্যান্ডের মাটিতে। ২০০৩-র অস্ট্রেলিয়া ও ২০০৪-র পাকিস্তান সফরে মিলিয়ে মোট চার টেস্টে ৬১৯ রান করেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।

ধারাবাহিক সমিত

ধারাবাহিক সমিত

২০১৯-র ডিসেম্বরে ইন্টার-জোনাল অনূর্ধ্ব ১৪ রাজ্য স্তরের ম্যাচে ২০১ রানের ইনিংস খেলেছিল সমিত দ্রাবিড়। এর পরের ম্যাচেও দ্বিশতরান আসে সমিতের ব্যাট থেকে। ধারাবাহিকতায় সমিত, বাবা রাহুল দ্রাবিড়ের কাছে পৌঁছোচ্ছে বলে দাবি দেশের ক্রিকেট মহলের।

English summary
Rahul Dravid's son scores another century, his consistency like father
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X