For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া সফরের জন্য টিম ইন্ডিয়াকে আগাম সতর্কবার্তা ভারতীয় কিংবদন্তির, বললেন কঠিন পরীক্ষা

অস্ট্রেলিয়া সফরের জন্য টিম ইন্ডিয়াকে আগাম সতর্কবার্তা ভারতীয় কিংবদন্তির, বললেন কঠিন পরীক্ষা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছনো সম্ভব হলে, সেখানে ভারতীয় ক্রিকেট দলকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলে মনে করেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়। তাই বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় দলকে আগেভাগে সতর্ক করে দিয়েছেন তিনি। কেন এমন বললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক, তা জেনে নেওয়া যাক।

ভারতের অস্ট্রেলিয়া সফর

ভারতের অস্ট্রেলিয়া সফর

অনিশ্চয়তার মধ্যেও নিজেদের মাটিতে বিরাট কোহলিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১১ অক্টোবর ব্রিসবনের গাবাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ১৪ ও ১৭ অক্টোবর যথাক্রমে ক্যানবেরার মানুকা ওভাল ও অ্যাডিলেড ওভালে দুই দলের মধ্যে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচ আয়োজন করার সুযোগ পাচ্ছে ব্রিসবনের গাবা। ৩ ডিসেম্বর শুরু হবে এই ম্যাচ। ১১ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে অ্যাডিলেডে। এই ম্যাচ দিন রাতের ফর্ম্যাটে হবে। ২৬ ডিসেম্বর বক্সিং ডে-র টেস্ট শুরু হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট ৩ জানুয়ারি শুরু হবে। ১২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজ। প্রথম ম্যাচ হবে পার্থ স্টেডিয়ামে। ১৫ ও ১৭ জানুয়ারি যথাক্রমে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০১৮-র ফল

২০১৮-র ফল

২০১৮ সালে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারত। অজিদের জমিতে সেই প্রথমবার টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। যদিও এখনও ব্রিসবনের গাবা-তে কোনও টেস্ট জিততে পারেনি ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে ১৯৮৮ সালের পর এই মাঠে কোনও টেস্ট ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। বিরাট কোহলিরা সেই হিসেব এবার ওলোট-পালোট করে দিতে পারেন কিনা, সেটাই দেখার।

কী বললেন দ্রাবিড়

কী বললেন দ্রাবিড়

দুই বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট সিরিজ জয় নিয়ে গর্বিত কিংবদন্তি রাহুল দ্রাবিড়। সেই সঙ্গে বিরাট কোহলি শিবিরকে সাবধানও করে দিয়েছেন 'দ্য ওয়াল'। বলেছেন, গত সিরিজে অস্ট্রেলিয়া দলে ছিলেন না স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটাররা। এবার তাঁরা বাইশ গজে নামবেন। এই দুই অজি ব্যাটসম্যান যে কোনও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বলে মনে করেন রাহুল দ্রাবিড়।

অ্যাসেজ সিরিজ

অ্যাসেজ সিরিজ

ইংল্যান্ডে শেষ হওয়া অ্যাসেজ সিরিজ ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। পরে ঘরের মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশানে। এই তিন অজি ব্যাটসম্যানকে হারানোর ছক বিরাট কোহলিদের আগে থেকে কষতে হবে বলে মনে করেন কিংবদন্তি দ্রাবিড়।

স্যামিকে 'কালু' বলার অভিযোগে ক্রিকেট তোলপাড়! পাকিস্তানে এমন হয় না দাবি ফ্র্যাঞ্চাইজি মালিকেরস্যামিকে 'কালু' বলার অভিযোগে ক্রিকেট তোলপাড়! পাকিস্তানে এমন হয় না দাবি ফ্র্যাঞ্চাইজি মালিকের

English summary
Rahul Dravid warns Team India for their Australia tour in December
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X