For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচ নম্বরে যুবরাজ- ধোনির যোগ্য উত্তরসূরির হওয়া প্রমাণ দিলেন রাহুল

পাঁচ নম্বরে যুবরাজ- ধোনির যোগ্য উত্তরসূরির হওয়া প্রমাণ দিলেন রাহুল

  • |
Google Oneindia Bengali News

স্বপ্নের ফর্মে লোকেশ রাহুল। কখনও ওপেনার, কখনও তিনে, কখনও বা পাঁচ নম্বরে ত্রাতা! ফিনিশারের দায়িত্ব থেকে উইকেটকিপিং, যে কোনও ভূমিকায় যেন সমানে লড়াই রাহুলে! এদিন বে ওভালে ব্য়াটিং অর্ডারে ফের পাঁচ নম্বরে নেমে ত্রাতা হয়ে উঠলেন রাহুল। ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে তিনশো ছুঁই ছুঁই স্কোরে পৌঁছে দিলেন। ম্যাচ জিততে নিউজিল্যান্ডকে ২৯৭ রানের টার্গেট ছুঁড়ে দিল ভারত। রাহুলের এদিনের ইনিংস সাজানো ৯টি চার ও ২টি ছয় দিয়ে।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FmyKhelBengali%2Fvideos%2F793268934502464%2F&show_text=0&width=267" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

পাঁচ নম্বরে নেমে প্রথম সেঞ্চুরি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজ থেকে রাহুলকে পাঁচ নম্বরে নামিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছিলেন বিরাট। সেই পরীক্ষায় সফল রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮০ রান করেন। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে পাঁচ নম্বরে ৮৮* রান ও অবশেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের শেষ ওডিআই মহারণে ১১২ রান হাঁকালেন। পাঁচ নম্বরে নেমে এটাই রাহুলের প্রথম শতরান।

কেরিয়ারের কত নম্বর ওডিআই শতরান

রাহুলের কেরিয়ারে এটি চার নম্বর ওডিআই শতরান।

ত্রাতা রাহুল

ত্রাতা রাহুল

এদিন রাহুল যখন ব্যাটিং করতে এসেছিলেন ৬২ রানে ৩ উইকেট হারিয়ে ভারত ধুঁকছিল। সেই পরিস্থিতিতে শ্রেয়সের সঙ্গে রাহুল শতরান পার্টনারশিপ তৈরি করেন। শ্রেয়স ৬২ রান করে আউট হওয়ার পর স্কোরবার্ড সচল রেখে শতরান হাঁকিয়ে মাঠ ছাড়েন রাহুল। ১১৩ বল খেলে ১১২ রান করে রাহুল আউট হন।

টি-২০ দুর্দান্ত ব্য়াটিং

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে টি-২০ সিরিজে ২২৪ রান হাঁকিয়ে সিরিজ সেরা হয়েছিলেন। সেই সুবাদে আইসিসি'র টি-২০ ব্যাটমস্যানদের ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন। এবার নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার আগের ম্যাচে শতরান হাঁকিয়ে ছাপ রেখে গেলেন। উল্লেখ্য সীমিত ওভারে দুর্দান্ত ব্য়াটিং করলেও রাহুল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে সুযোগ পাননি।

দেশের জার্সিতে ১১ ইনিংসে ছয়টি ৫০+ ইনিংস

দেশের জার্সিতে শেষ ১১ ইনিংসে লোকেশ রাহুল ছয় বার ৫০+ রানের ইনিংস খেললেন।

পাঁচ নম্বরে যুবরাজ- ধোনির যোগ্য উত্তরসূরির হওয়া প্রমাণ দিলেন রাহুল

পাঁচ নম্বরে যুবরাজ- ধোনির যোগ্য উত্তরসূরির হওয়া প্রমাণ দিলেন রাহুল

উল্লেখ্য যুবরাজ ও মহেন্দ্র সিং ধোনির পর পাঁচ নম্বরে ধারাবাহিকভাবে সফল ব্য়াটিং করে ভবিষ্যতে দুই কিংবদন্তির উত্তরসূরি হওয়ার দাবি তুলে দিলেন লোকেশ রাহুল।

English summary
lokesh Rahul hits 112 runs, batting at no 5 for india, can he be fullfill footstep of dhoni and Yuvi in 5th batting in future
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X