For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: রাজস্থানের অধিনায়কত্বে ফিরলেন স্টিভ স্মিথ,বাটলার-স্টোকস ও আর্চারকে নিয়ে কী বললেন জানুন

আইপিএলে ফের একবার অধিনায়কের দায়িত্বে পেলেন স্টিভ স্মিথ

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে ফের একবার অধিনায়কের দায়িত্ব পেলেন স্টিভ স্মিথ। আসন্ন আইপিএলে এবার দল ছেড়েছেন অজিঙ্ক রাহানে। ট্রান্সফার উইন্ডোতে এবার তাঁকে দিল্লির কাছে বিক্রি করেছে রাজস্থান। এরপরই নতুন মরসুমে স্টিভ স্মিথের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিল ফ্র্যাঞ্চাইজি।

রাজস্থানের অধিনায়কত্বে ফিরলেন স্টিভ স্মিথ

অতীতে রাজস্থানের ক্যাপ্টেন ছিলেন স্মিথ
শেষবার ২০১৭ সালে রাজস্থান দলের অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ। এরপর ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে কেপটাউন টেস্টে বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়ানোয় ক্রিকেট থেকে একবছরের নির্বাসনের মুখে পড়েন তিনি।

যে কারণে ২০১৮ সালে আইপিএলে অংশ নিতে পারেননি স্মিথ। তাঁর পরিবর্তে সেবার অধিনায়কত্বের দায়িত্ব সামলান অজিঙ্ক রাহানে। পরে ২০১৯ সালে স্মিথ আইপিএলে ফিরলেও ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যায়নি। সেবারও নেতৃত্বে ছিলেন রাহানে। এবার রাহানে দল পরিবর্তন করতে ফের স্মিথের হাতে দলের দায়িত্ব দিল রাজস্থান রয়্যালস।

অ্যাসেজের প্রতিপক্ষ তিন ক্রিকেটারকে নিয়ে কী বললেন স্মিথ
চলতি বছরে ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ সিরিজে স্মিথ-আর্চার ডুয়েল উপভোগ্য ছিল।এবার আইপিএলে দুই ক্রিকেটার একই দলে খেলবেন।

শুধু তাই নয় বেন স্টোকস, জোস বাটলার ও স্মিথের নেতৃত্বে খেলতে চলেছেন। সেই প্রসঙ্গে রাজস্থানের নয়া অধিনায়ক বলেন দলের নেতা হিসেবে প্রত্যাবর্তন করাটা আমার কাছে গর্বের।

সঙ্গে স্মিথ বলেছেন, 'স্টোকস, বাটলার, আর্চার তিনজনেই দারুণ ক্রিকেটার। সবাই জানে, ওরা তিনজন যেকোনও মুহূর্তে ম্যাচের রঙ পাল্টে দিতে পারেন। তিনজনকে দলে পাওয়াটা অবশ্যই সৌভাগ্যের।'

English summary
Rajasthan Royals reappointed Steve Smith as captain, he forward with Stokes, Buttler and Archer in team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X