For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিকল্পের খোঁজে হায়দরাবাদ ও রাজস্থান, উঠে আসছে যে নামগুলি

আইপিএল ১১ -তে রাজস্থান রয়ালস ও সানরাইজার্স হায়দরাবাদ পরিবর্ত খুঁজছে। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বল বিকৃতি বিতর্কের জেরে আইপিএলের আগেই বেশ বড় ধাক্কা রাজস্থান রয়ালস ও সানরাইজার্স হায়দরবাদে। অজিঙ্ক রাহানে ও কেন উইলিয়ামসনের হাতে দায়িত্ব দিলেও ক্রিকেটারদের বদলি কারা হবে তা নিয়ে হিসাব কষতে শুরু করে দিয়েছে দুই থিঙ্কট্যাঙ্ক।

বিকল্পের খোঁজে হায়দরাবাদ ও রাজস্থান, উঠে আসছে যে নামগুলি

[আরও পড়ুন:আইপিএল ১১ মরশুমে নতুন অধিনায়ক খুঁজে নিল সানরাইজার্স ][আরও পড়ুন:আইপিএল ১১ মরশুমে নতুন অধিনায়ক খুঁজে নিল সানরাইজার্স ]

ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ দুজনেই দলের গুরুত্বপূর্ণ অংশ। এমনকি যার দলের অন্যতম সেরা ব্যাটসম্যানও ছিলেন তাঁরা। তাই পরিবর্ত হিসেবে মূলত ব্যাটসম্যানদেরই নাম সামনে আসছে। আইপিএলে এবারই প্রথম খেলার জন্য নিজের নাম তুলেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। কিন্তু নিলামে দল পাননি। এখন রাজস্থান রয়্যালসে স্মিথের পরিবর্ত হিসেবে দৌড়ে এগিয়ে রুট।

[আরও পড়ুন:মুখের কুলুপ খুলল, বল বিকৃতি কাণ্ডের পর প্রথমবার যা বললেন ওয়ার্নার ][আরও পড়ুন:মুখের কুলুপ খুলল, বল বিকৃতি কাণ্ডের পর প্রথমবার যা বললেন ওয়ার্নার ]

ভারতে টি ২০ ক্রিকেটখেলায় রুটের খুব একটা অভিজ্ঞতা না থাকলেও ইংল্যান্ড দলের হয়ে তাঁর পারফরম্যান্সই এক্ষেত্রে সবচেয়ে বড় মাপকাঠি হয়ে উঠেছে।

আইপিএলের নিয়ম বিধি অনুযায়ি, রাজস্থান রুটকে নিতে চাইছে। তাঁর বেস প্রাইস দেড় কোটি টাকা। এদিকে সানারাইজার্স হায়দরাবাদের রাডারে নিউজিল্যান্ডের মার্টিন গুপ্তিল এবং বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল। গুপ্তিল কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছেন। হাতে বড় স্ট্রোক থাকায় তার নাম ভাবা হচ্ছে এছাড়া রয়েছে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। এবারের নিলামে এঁরা কেউই বিক্রি হননি। পারফরম্যান্সের নিরিখে ওয়ার্নারের জায়গায় তাঁকেই নেওয়ার ভাবনা সানরাইজার্সের। স্পিন খেলার দক্ষতাকে গুরুত্ব দিচ্ছে হায়দরাবাদ। তাঁর বেসপ্রাইস ৫০ লক্ষ টাকা।

[আরও পড়ুন:জয়ের পন্থাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্মিথ- ওয়ার্নারকে শ্লেষে বিঁধলেন সচিন][আরও পড়ুন:জয়ের পন্থাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্মিথ- ওয়ার্নারকে শ্লেষে বিঁধলেন সচিন]

English summary
Rajasthan Royals and Sunrisers Hyderabad are finding replacements in IPL 11 
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X