For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের দিনই নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন রঙ্গনা হেরথ

দু’ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে দিলল শ্রীলঙ্কা। আর এই দিনই নিজের অবসরের বিষয়টা স্পষ্ট করে দিলেন রঙ্গনা।

Google Oneindia Bengali News

ধীরে ধীরে ফেলে আসা ঐতিহ্য ফিরে পাওয়ার চেষ্টায় শ্রীলঙ্কা। বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে দাপটের সঙ্গে হারিয়ে টেস্ট সিরজ জিতে নিল শ্রীলঙ্কা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের দিনই নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন রঙ্গনা হেরথ

দু'ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে দিল সুরঙ্গ লকমলের দল। প্রথম টেস্টে প্রোটিয়া বাহিনীকে ২৭৮ রানে হারানোর পর দ্বিতীয় টেস্টেও শ্রীলঙ্কা জিতে নেয় বড় ব্যাবধানে। ১৯৯ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় তারা।

পাশাপাশি এদিন ম্যাচ জিতে নিজের অবসরের প্রসঙ্গে মুখ খুললেন বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরথ। এদিন ম্যাচ শেষে হেরথ বলেন, 'দলের খেলায় আমি খুশি। আরও খুশি কারণ আমরা বিশ্বের দু'নম্বর দলকে হারাতে পেরেছি। সকলকেই একদিন থেমে যেতে হয়, সেই কারণেই অবসর নেওয়ার সিদ্ধান্ত আমি নিয়েছি। তবে, আর একটা সিরিজ খেলব এবং তা ইংল্যান্ডের বিরুদ্ধে। আশা করি ভাল পারফর্ম করতে পারব আমরা।'

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দুই টেস্ট মিলিয়ে মোট ১২টি উইকেট নেন রঙ্গনা। দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে সর্বাধিক ছয়টি উইকেট নেন তিনি।

২০১০ সালে মুথাইয়া মুরলীধরনের অবসর নেওয়ার পরবর্তী সময়ে শ্রীলঙ্কার বোলিং লাইনআপকে নেতৃত্ব দেওয়ার ভার ছিল রঙ্গনার উপরই। ঘরের মাঠে বা বিদেশের মাঠে, যেই দেশের বিরুদ্ধে খেলেছে রঙ্গনা সেই দেশের বিরুদ্ধে পেয়েছেন সাফল্য।

English summary
Sri Lanka wins the test series against South Africa in home soil. In the same day legendary spinner Rangana Herath speaks about his retirement.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X