For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঞ্জি ট্রফি ২০১৮-১৯, শামিকে খেলার অনুমতি, কিন্তু আজব শর্তে! মনোজ বললেন যথেষ্ট

বিসিসিআই রঞ্জি ট্রফিতে বাংলার প্রতিনিধিত্ব করার জন্য মহম্মদ শামিকে সবুজ সংকেত দিয়েছে, কিন্তু তারা শামি প্রতি ইনিংসে ১৫ ওভারের বেশি বল করবেন না, এরকম শর্তও দিয়েছে। 

  • |
Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফিতে এখনও একটিও ম্যাচ জিততে পারেনি বাংলা। হিমাচল প্রদেশ ও মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ থেকে সাকুল্যে ৬ পয়েন্ট এসেছে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫০০ উপর রান করেও দুই দিনে দুইবার তাদের আউট করতে পারেননি বাংলার বোলাররা।

সামনেই আসছে কেরল ম্যাচ। এই অবস্থায় পরের ম্যাচে ভারতের জাতীয় দলের পেসার মহম্মদ শামিকে দলে চেয়েছিলেন অধিনায়ক মনোজ তিওয়ারি। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের আগে শামিকে খেলার অনুমতি দেবে কিনা বোর্ড, তাই নিয়ে সংশয় ছিল। কিন্তু শনিবার (১৭ নভেম্বর) বিসিসিআই এই ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে। তবে তারা একটি শর্তও দিয়েছে।

ভিতরের ছবি

ভিতরের ছবি

ভগ বিউটি অ্যাওয়ার্ড ২০১৫ অনুষ্ঠানে সামনের সারিতে বসে গল্প মত্ত বিরাট-অনুষ্কা।

কি সেই শর্ত?

কি সেই শর্ত?

বোর্ডের পক্ষ থেকে শামির কাজের সীমা বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে তিনি খেলতে পারেন, তবে প্রতি ইনিংসে ১৫ ওভারের বেশি তিনি বল করতে পারবেন না। অস্ট্রেলিয়ার সঙ্গে ৪ ম্যাচের টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই শামির ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে এই শর্ত চাপানো হয়েছে বলে জানা গিয়েছে।

ক্যানডিড ছবি

ক্যানডিড ছবি

অনুষ্কার মুখভঙ্গি দেখার মতো, অনুষ্কার কথায় দমফাটা হাসি বিরাটের।

ফারহাতকে রিপোর্ট

ফারহাতকে রিপোর্ট

সেই সঙ্গে বিসিসিআই থেকে বাংলার টিম ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছে প্রতিদিন সামির ফিটনেস ও ওয়ার্কলোড সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে ভারতের জাতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহাত-এর কাছে। সেরকম বুঝলে মাঝপথে শামির খেলায় নিষেধাজ্ঞাও দারি করতে পারে বোর্ড।

জড়িয়ে ধরা

জড়িয়ে ধরা

আশপাশের ক্যামেরা, মিডিয়া ভুলে একে অপরের মধ্যে হারিয়ে গেলেন ভারতের টেস্ট অধিনায়ক ও পিকে অভিনেত্রী। ক্যামেরার সামনেই বিরাটকে একেবারে উচ্ছ্বসিত হয়ে মিষ্টি করে জড়িয়ে ধরলেন। সে দৃশ্য একেবারে দেখার মতো।

অধিনায়কের প্রতিক্রিয়া

অধিনায়কের প্রতিক্রিয়া

বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি অবশ্য এতেই সন্তুষ্ট। তিনি জানিয়েছেন, অবশ্যই ভারতের কথা আগে ভাবতে হবে। বোর্ডের শর্ত তিনি অবশ্যই মেনে চলবেন। আর শামি যে মানের বোলার তাতে তাঁর মনে হয় ১৫ ওভারই যথেষ্ট হবে তাঁদের দলের জন্য।

অনুষ্কা-বিরাট-নেহা

অনুষ্কা-বিরাট-নেহা

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নেহা ধুপিয়া। নেহার প্রশ্ন বিরাটকে, 'বিউটি অ্যাওয়র্ড অনুষ্ঠানে এসে কেমন লাগছে।' বিরাটের উত্তর কী হয় তা শোনার জন্য মুখিয়ে রয়েছেন অনুষ্কা।

শামির আগ্রহ

শামির আগ্রহ

শামিও বাংলার হয়ে খেলতে খুবই আগ্রহী। মধ্যপ্রদেশ ম্যাচেই খেলা-চলাকালীন তিনি হাজির হয়েছিলেন বাংলার ড্রেসিংরুমে। অস্ট্রেলিয়ায় টেস্ট শুরু হওয়ার আগে তিনি আপাতত কলকাতাতেই আছেন। পরের ম্যাচে বাংলার হয়ে মাঠে নামতে প্রস্তুত তিনি।

পারফেক্ট জুট্

পারফেক্ট জুট্

একজন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আর অন্যজন বলিউডের জনপ্রিয় প্রতিভাবান অভিনেত্রী, একেবারে পারফেক্ট জুটি।

সর্বোচ্চ উইকেট শিকারী

সর্বোচ্চ উইকেট শিকারী

চলতি বছরে এখনও পর্যন্ত শামি টেস্ট ক্রিকেটে ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট-শিকারী। দক্ষিণ আফ্রিকায় তিনি ১৫ উইকেট পেয়েছিলেন, ইংল্যান্ডে ১৬টি আর তারপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও দুটি উইকেট পান। ইংল্যান্ডে তাঁর পরিসংখ্য়ান খুব একটা ভাল ছিল না। কিন্তু, তিনি পিচকে ব্যবহার করে অসাধারণ বল করেছিলেন। যার ফল পেয়েছিলেন ভারতের বাকি বোলাররা।

আমার তুমি

আমার তুমি

অনুষ্ঠান শেষে অনুষ্কার সঙ্গেই বেরলেন বিরাট। প্রেমিকের হাত ধরে ছিলেন অনুষ্কা।

রেড কার্পেট

রেড কার্পেট

ভগ বিউটি অ্যাওয়ার্ড রেড কার্পেটে ছবির জন্য পোজ দিচ্ছেন প্রেমিকযুগল।

লেবু

লেবু

পরনের হাল্কা হলুদ রংয়ের গাউনে একেবারে বার্বিডলের মতো দেখাচ্ছিল অনুষ্কাকে। যদিও হাসতে হাসতে অনুষ্কা জানালেন, বিরাট বলেছে, তাকে নাকি লেবুর মতো লাগছে। তবে বিরাট অনুষ্কা যে একে অপরের গভীর প্রেমে নিমজ্জিত তা দৃষ্টিহীনেও বলে দিতে পারবে।

১৫ ওভারের শামির অন্তর্ভুক্তিতে বাংলা দলের রঞ্জিবাগ্য পাল্টায় কিনা সেটাই এবার দেখার।

English summary
BCCI has allowed Mohammed Shami to play for Bengal by they have restricted his workload.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X