For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেওয়াগের পরামর্শমত রনজি ফর্মাটে বদল আনল বোর্ড

বারে বারে রনজি ট্রফির ফর্মাটে বদল, ঠিক কার পরামর্শমত এই বদল আনল বিসিসিআই

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বছর দুয়েক আগে বদলে গিয়েছিল রনজি ক্রিকেটের ফর্মাট। সৌরভের প্রস্তাবে হয়েছিল সেই বদল। আবার বদলে গেল ফর্মাট। বারবার কেন ফর্মাট বদল তা নিয়ে নানা মহলে প্রশ্ন। এতদিনে রহস্য নিরসন হল।

সেওয়াগের পরামর্শমত রনজি ফর্মাটে বদল আনল বোর্ড

এবার রনজিতে নিয়ম বদলের প্রস্তাব দিয়েছিলেন নজফগড়ের নবাব। বীরেন্দ্র সেওয়াগের পরামর্শ মেনে নিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। গত বছরই সেওয়াগ পরামর্শ দিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটের ফরম্যাটে পরিবর্তন আনার বিষয়। বিশেষত রনজি ট্রফির ক্ষেত্রে পরিবর্তন যে জরুরি তা বোর্ডকে জানিয়েছিলেন বীরু। সহবাগের যুক্তি ছিল ফর্মাটে বদল আনলে এবং ম্যাচের সংখ্যা কমালে উপকৃত হবেন ফাস্ট বোলাররা। সেওয়াগের এই সুপারিশেই সিলমোহর দিল বোর্ডের টেকনিক্যাল, ট্যুর এবং ফিক্সচার কমিটি।

গত মরসুম পর্যন্ত রনজি ট্রফিতে লিগ পর্যায় দলগুলিকে আটটি করে ম্যাচ খেলতে হত। কিন্তু আসন্ন মরসুমে ম্যাচ সংখ্যা কমে হল ছয়। চলতি মরসুমে ২৮টি দলকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে। প্রতি বিভাগে সাতটি করে দল থাকবে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বোলারদের যাতে সঠিকভাবে বিশ্রাম হয় তাই দুটি ম্যাচের মধ্যে চারদিনের ব্যবধান থাকবে।

English summary
Ranji trophy format changes according to Shewag's plan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X