For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু চ্যাম্পিয়ন ক্রিকেটার নন, বড় মনের মানুষও, প্রমাণ দিলেন রশিদ খান

কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ম্যাচের সেরার পুরস্কার পাওয়া রশিদ খান সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল ফাইনালে তুলেও আবেগে ভেসে যাননি। কাবুলিওয়ালার দেশের চ্যাম্পিয়ন ক্রিকেটার নিজের শিকড়কে মনে রেখেছেন।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ম্যাচের সেরার পুরস্কার পাওয়া রশিদ খান সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল ফাইনালে তুলেও আবেগে ভেসে যাননি। কাবুলিওয়ালার দেশের চ্যাম্পিয়ন ক্রিকেটার নিজের শিকড়কে মনে রেখেছেন। আর তাইতো ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার পরে তা উতসর্গ করলেন আফগানিস্তানে কয়েকদিন আগে জঙ্গি বিস্ফোরণে নিহতদের।

শুধু চ্যাম্পিয়ন ক্রিকেটার নন, বড় মনের মানুষও, বোঝালেন রশিদ

আফগানিস্তানের জালালাবাদে কয়েকদিন আগে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় একটি স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটে। পরপর বিস্ফোরণে ৮ জন মারা যান। আহত হন অন্তত ৪৩ জন মানুষ। তাদের মধ্যেও কয়েজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিন জিতে স্বদেশের সেই নিহতদেরই মনে করলেন রশিদ। নিজের ম্যাচের সেরার পুরস্কারও তাদের উতসর্গ করলেন। এদিন ব্যাট হাতে ১০ বলে ৩৪ রান ও বল হাতে ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন রশিদ খান। ব্যাটিং নিয়ে বলতে গিয়ে বলেন, আমি ব্যাটসম্যান হিসাবে ক্রিকেট খেলা শুরু করেছিলাম। সেটা আজ কাজে লাগায় খুশি হয়েছি।

প্রসঙ্গত, উদ্বাস্তু আফগানিস্তানের বাসিন্দারা পাকিস্তান থেকে ক্রিকেট শিখে গিয়ে সেদেশে ক্রিকেটের প্রচলন করেন। এখন সেদেশের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলির একটি ক্রিকেট। তবে তালিবান সহ নানা জঙ্গিগোষ্ঠীর প্রতিবাদে ক্রিকেট খেলতে গিয়ে সেদেশে অনেককে বোমা-গুলির আঘাতে মরতে হয়েছে। তবুও রশিদ খান বা মহম্মদ নবির মতো ক্রিকেটারদের এই আফগানিস্তানের মাটি থেকেই উঠে আসতে দেখেছে ক্রিকেটবিশ্ব।

English summary
Rashid Khan dedicates Man of the Match award to Jalalabad blast victims of Afghanistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X