For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেকেআর-এর বিরুদ্ধে ব্যাটে বলে পারফর্ম করে রশিদ খান ঢুকলেন এই ক্লাবে, সদস্য কারা জানেন

নাইট রাইডারদের বিরুদ্ধে কোয়ালিফায়ার ২-তে তো ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সের জেরে ঢুকে পড়েছেন আইপিএল এলিট অলরাউন্ডারদের ক্লাবে। 

Google Oneindia Bengali News

জানুয়ারিতে আইপিএল নিলামে তাঁকে 'রাইট টু ম্যাচ' কার্ড ব্যবহার করে ধরে রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাঁর পেছনে খরচ করেছিল ৯ কোটি টাকা। ১৯ বছরের আফগান স্পিনার রশিদ খান কিন্তু ফ্রাঞ্চাইশি মালিকদের হতাশ করেননি। আর নাইট রাইডারদের বিরুদ্ধে কোয়ালিফায়ার ২-তে তো ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সের জেরে ঢুকে পড়েছেন আইপিএল এলিট অলরাউন্ডারদের ক্লাবে।

রশিদ খান ঢুকলেন এই ক্লাবে, সদস্য কারা জানেন

গত শুক্রবার আইপিএল-এর 'সেরা মাঠ' ইডেন গার্ডেন্সে ইনিংস-এর শেষ দিকে রশিদ ১০ বলে ৩৪ রানের ঝড় তুলে এসআরএইচ-কে পোঁছে দিয়েছিলেন ১৭৪ রানে। মেরেছিলেন ৪ টি ছয় ও ২ টি চার। তারপর বলেও কামাল দেখান। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তুলে নেন ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট। হায়দরাবাদ জেতে ১৪ রানে।

আইপিএল প্লেঅফ বা নক আউট ম্যাচে কিন্তু এরকম অলরাউন্ড পারফরমেন্স খুব বেশি নেই। হাতে গোনা কয়েকজনই মাত্র এই ধরণের ম্যাচে একই সঙ্গে ৩০ বা তার বেশি রান ও ৩ বা তার বেশি উইকেট তুলে নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। গত শুক্রবারের পর রশিদও ঢুকে পড়েছেন সেই আইপিএল-এর এলিট অলরাউন্ডারদের ক্লাবে। তালিকায় আর যাঁরা যাঁরা রয়েছেন, তাঁরা প্রত্যেকেই আইপিএল-এর এক-একটি বড় নাম।

আইপিএল-এর জন্ম ২০০৮ সালে। প্রথম বছরেই সেমিফাইনাল ম্যাচে এরকম অলরাউন্ড পারফরমেন্স করে দেখিয়েছিলেন শেন ওয়াটসন। রাজস্থান রয়্যাল্স-এর হয়ে এই অস্ট্রেলিয় তারকা দিল্লি ডেয়ারডেভিল্স-এর বিরুদ্ধে ২৯ বলে ৫২ রান করেছিলেন। পাশাপাশি, মাত্র ১০ রান দিয়ে তুলে নিয়েচিলেন ৩ টি উইকেট। ওই একই বছরের ফাইনালে রাজস্থান রয়্যাল্স-এরই ইউসুফ পাঠান ব্যাটে বলে কামাল করে দেখিয়েছিলেন একেবারে ফাইনাল ম্যাচে। ব্যাটে ৫৬ রান করেন। বলে ২২ রান দিয়ে নেন চেন্নাই সুপার কিংসের ৩ উইকেট। শেষ এরকম অলরাউন্ড পারফরমেন্স দেখা গিয়েছিল ২০১০ সালের আইপিএল সেমিফাইনালে। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মুম্মই ইন্ডিয়ানসের কায়রণ পোলার্ড ১৩ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলার পাশাপাশি চার ওভারে ১৭ রান দিয়ে আরসিবির ৩ জনকে ডাগআউটে পাঠান।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">After yesterday's stellar play on field, <a href="https://twitter.com/rashidkhan_19?ref_src=twsrc%5Etfw">@rashidkhan_19</a> is now just 3 wickets away from getting the Purple Cap this <a href="https://twitter.com/hashtag/IPL2018?src=hash&ref_src=twsrc%5Etfw">#IPL2018</a><br>We wish him All the Best for the <a href="https://twitter.com/hashtag/IPL2018Final?src=hash&ref_src=twsrc%5Etfw">#IPL2018Final</a> tomorrow<a href="https://twitter.com/hashtag/IPL2018Playoffs?src=hash&ref_src=twsrc%5Etfw">#IPL2018Playoffs</a> <a href="https://t.co/GUuAxw22io">pic.twitter.com/GUuAxw22io</a></p>— SunRisers Hyderabad (@SunRisers) <a href="https://twitter.com/SunRisers/status/1000335077765668870?ref_src=twsrc%5Etfw">May 26, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

তবে এই এলিটদের ক্লাবে প্রবেশের পাশাপাশি শুক্রবারের ম্যাচে আরও বেশ কয়েকটি রেকর্ড ঝুলিতে পুরেছেন রশিদ খান। ম্যআচে তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৪০, যা এসআরএইচ দলের সর্বকালের সেরা। তবে ফাইনালে প্রতিপক্ষ আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই। সেই বাধা টপকে কাপ হাতে তুলতে অনেকটাই রশিদের দিকে তাকিয়ে আছে দল। তিনি অবশ্য পার্পল ক্যাপ জেতার দৌড়েও আছেন। ১৬ ম্যাচে ২১ উইকেট নিয়েছেন তিনি। সামনে আছেন কেবল কিংস ইলেভেন পাঞ্জাবের অ্যান্ড্রু টাই। তাঁর উইকেট সংখ্যা ২৪।

English summary
Due to the great performances both in bat and ball in the Qualifiers 2 against Knight Riders, Rashid Khan has entered into a elite all-rounder's club of IPL.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X