For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রশিদের এই আচরণ তাঁর সম্পর্কে শ্রদ্ধা বাড়াবে আপনার

ক্রিকেট মাঠের পাশাপাশি মাঠের বাইরেও এবার বহু জয় করে নিলেন রশিদ খান। কেকেআর এর বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জেতার পর যখন তাঁকে শ্যাম্পেনের বোতল খোলার জন্য বলেন এক সতীর্থ, তা সেই মুহূর্তেই নাকচ কর

Google Oneindia Bengali News

রশিদ খান, আইপিএলে আবির্ভাবের পর থেকেই মন জিতে নিয়েছেন হাজার হজার ক্রিকেট সমর্থকের। শুধু ক্রিকেট সমর্থকদেরই নয়, তাঁর চমকপ্রদ পারফরম্যান্স আলোচণার কেন্দ্রে উঠে এসেছে ক্রিকেট বিশেষজ্ঞদের কাছেও।

রশিদের এই আচরণ তাঁর সম্পর্কে শ্রদ্ধা বাড়াবে আপনার

মূলত রশিদ খানের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরেই আইপিএল থেকে ছিটকে যেতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। কেকেআর এর বিরুদ্ধে ১০ বলে ৩৪ রানে অপরাজিত ইনিংস খেলেন রশিদ। তাঁর ইনিসটি সাজানো ছিল দু'টি চার এবং চারটি ছয় দিয়ে। তাঁর ব্যাটিংয়ের দৌলতেই ১৭৪ রানে পৌছয় সানরাইজার্স।

শুধু ব্যাট হাতেই নিজের কাজ করেননি তিনি। বল হাতেও দেখিয়েছেন নিজের ঝলক। ৪ ওভার বল করে মাত্র ১৯ রান খরচ করে নিয়েছেন তিনটি উইকেট।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/MWUxGfRVExI" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

ফিল্ডার হিসেবেও দেখিয়েছেন কতটা নির্ভরযোগ্য তিনি। ফাইনাল ওভারে গুরুত্বপূর্ণ দু'টি ক্যাচ নেন রশিদ খান। তাঁর সৌজন্যেই আউট হন নীতিশ রানা।

ফলে প্রত্যাশিত ভাবেই ম্যাচের সেরা নির্বাচিত হন রশিদ। কিন্তু ম্যাচের সেরা রশিদকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের পর পাওয়া গেল নতুন অবতারে। ২২ গজে অলরাউন্ড পারফরম্যান্স পর মাঠের বাইরে তিনি যা করলেন তিনি নিঃসন্দেহে কর্নিশ আদায় করে নিয়েছে গোটা বিশ্বের।

কেকেআরকে হারানোর পর টিম হোটেলেই সেলিব্রেশনে মেতে ওঠে এসআরএইচ টিম। কেক কাটা থেকে শ্যাম্পেন স্নান সবই চলে এলেহি ভাবে। কিন্তু ম্যাচের সেরা রশিদকে শ্যাম্পেনের বোতল খোলার জন্য আহ্বান জানাতে এলে তা নাকজ করে দেন তিনি। এই ঘটনার ভিডিওটি প্রকাশ হওয়া মাত্রই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

English summary
After wining the second qualifier against Kolkata Knight Riders, Rashid Khan refuses to open champagne bottle.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X