For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে কলকাতাকে একার হাতে হারিয়ে দিলেন রশিদ খান

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের এগারো জনের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদ নয় কার্যত একা খেললেন রশিদ খান।

  • |
Google Oneindia Bengali News

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের এগারো জনের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদ নয় কার্যত একা খেললেন রশিদ খান। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে একাই হারিয়ে দিলেন দীনেশ কার্তিকের দলকে। তাঁর অলরাউন্ড পারফরম্যান্স হায়দরাবাদকে পৌঁছে দিল আইপিএল ফাইনালে।

ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে কলকাতাকে একার হাতে হারিয়ে দিলেন রশিদ

আট নম্বরে এদিন ব্যাট করতে নেমেছিলেন রশিদ। সেইসময়ে রীতিমতো ম্যাচে চেপে বসেছিলেন কলকাতার বোলাররা। ৬ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে শেষ ১৩ বলে হায়দরাবাদ তুলল ৪০ রান।

যার মধ্যে ১০ বল খেলে রশিদ খান একাই করলেন অপরাজিত ৩৪ রান। মারলেন ২টি চার ও চারটি ছয়। অনভিজ্ঞ শিবম মাভি ও প্রসিদ্ধ কৃষ্ণকে পিটিয়ে হায়দরাবাদকে লড়াই করার জায়গায় পৌঁছে দেন তিনি।

এখানেই অবশ্য থেমে থাকেননি আফগানিস্তানের এই বিস্ময় ক্রিকেটার। বল হাতে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন ৪.৭৫ রান প্রতি ওভারে দিয়ে। আউট করেন ক্রিস লিন, রবীন উথাপ্পা ও আন্দ্রে রাসেলকে।

এর পাশাপাশি ফিল্ডিংয়ে রান আউট করেন নীতীশ রানাকে ও ক্যাচ নেন শুভমান গিল ও শিবম মাভির। ফলে রশিদ খানের একার হাতেই ইডেনে হারতে হল কলকাতাকে।

English summary
Rashid Khan took the game away from Kolkata Knight Riders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X