For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিংবদন্তি কুম্বলের থেকে শেখার জন্য মুখিয়ে বিষ্ণোই

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ এখন অতীত। সামনে লক্ষ্য এখন আইপিএল। টি-২০ ক্রিকেটের এই মঞ্চে এবার কিংবদন্তি অনিল কুম্বলের থেকে স্পিন ভেল্কি শিখতে চান রবি বিষ্ণোই।

  • |
Google Oneindia Bengali News

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ এখন অতীত। সামনে লক্ষ্য এখন আইপিএল। টি-২০ ক্রিকেটের এই মঞ্চে এবার কিংবদন্তি অনিল কুম্বলের থেকে স্পিন ভেল্কি শিখতে চান রবি বিষ্ণোই।

দক্ষিণ আফ্রিকার মাটিতে যুব বিশ্বকাপের আসরে মোট ১৭টি উইকেট নিয়ে বিষ্ণোই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সেরা বোলার। ফাইনালে ৪টি উইকেট তুলে নিয়ে ভারতকে প্রায় চ্যাম্পিয়ন করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য বাংলাদেশ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়।

কুম্বলে-ওয়ার্নের থেকে অনুপ্রেরণা সঞ্চয় করেন বিষ্ণোই

ভারতীয় স্পিন কিংবদন্তি অনিল কুম্বলে ও অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের থেকে অনুপ্রেরণা পান বলে বিষ্ণোই জানিয়েছেন। এবার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএল খেলার সুযোগ পেয়েছেন। সেখানে অনিল কুম্বলে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচের ভূমিকায় রয়েছেন। এবার তার থেকে স্পিন ভেল্কি শিখে নিতে চান বিষ্ণোই।

বিষ্ণোই যা বললেন

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিষ্ণোই বলেছেন, 'কুম্বলে স্যার ঈশ্বরপ্রদত্ত স্পিনার। আমার কাছে কুম্বলে স্যার অনুপ্রেরণা।কুম্বলে স্যারের স্পিনের ভিডিও দেখে প্রতিদিন শিখি।কুম্বলে স্যারের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি। '

ফ্লিপার শিখতে চাই

বিষ্ণোই বলেছেন, 'আমার বোলিংয়ে আমি বরাবরই স্টাম্পে বল রাখার চেষ্টা করি। উইকেট লক্ষ্য করে বল করে গেলে ব্যাটসম্যান কখনও না কখনও ভুল করবেই। আর তখনই বোলার হিসেবে উইকেট তুলে নেওয়ার সুযোগ থাকে। এবার কুম্বলে স্যারের থেকে আমি ফ্লিপার শিখতে চাই।'

দেশের হয়ে সিনিয়র দলে জায়গা তৈরিই সবচেয়ে বড় স্বপ্ন

সাক্ষাৎকারে বিষ্ণোই জুড়েছেন, 'বিশ্বকাপের পর এখন আইপিএলে যত বেশি সংখ্যাক ম্যাচ খেলার সুযোগের অপেক্ষায় রয়েছি। দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে সিনিয়র দলের হয়ে সুযোগ পাওয়া আমার কাছে সবচেয়ে বড় স্বপ্ন।'

English summary
Ravi Bishnoi says want to learn flipper from Great Anil Kumble
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X