For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমালোচনার মুখে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন শাস্ত্রী, প্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় যুদ্ধের আগে ঘোষণা

ভারতীয় দলে বিতর্কের পর বিতর্ক , এই অবস্থায় টিম কোচের বিস্ফোরক স্বীকারোক্তি। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

হাত থেকে তির বেরিয়ে যাওয়ার পর এবার এল স্বীকারোক্তি। ভারত এবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে একটিও প্রস্তুতি ম্যাচ খেলেনি। কারণ এমনভাবেই একের পর এক ক্রীড়াসূচি সাজিয়েছিল ভারতীয় বোর্ড। যে তাদের হাতে সময় ছিল দক্ষিণ আফ্রিকায় পৌঁছে প্রস্তুতি ম্যাচ খেলার।

সমালোচনার মুখে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন শাস্ত্রী, প্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় যুদ্ধের আগে ঘোষণা

[আরও পড়ুন:আসছে আইপিএল ধামাকা, নতুন বছরে রয়েছে একাধিক বদল, জেনে নিন একনজরে][আরও পড়ুন:আসছে আইপিএল ধামাকা, নতুন বছরে রয়েছে একাধিক বদল, জেনে নিন একনজরে]

এর আগে একের পর এক ব্যর্থতা -র জেরে বিভিন্ন মহল থেকে সমালোচনার শিকার হয়েছে ভারতীয় বোর্ড থেকে ভারতীয় দলের সদস্য সকলেই। আর সেটাতেই এবার সিলমোহর দিয়ে দিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। পিচ সমস্যা নিয়ে একটা বড় বিতর্ক তৈরি হয়েছে। তবে সেটা নিয়ে খুব বেশি মুখ এখনও খুলছেন না শাস্ত্রী। তবে জানিয়েছেন প্রস্তুতি সারতে আরও কিছুটা সময় পেলে ভালো হত। শাস্ত্রী বলেছেন, ' দেশের মাটিতে দু-আড়াই দিনে ম্যাচ শেষ হলে তখন কিন্তু লোকে এত সমালোচনা করত না। কিন্তু এখন মনে হচ্ছে, সিরিজ শুরুর ১০ দিন আগে এলে, আরও বেশি করে অনুশীলন করতে পারতাম। তাহলে ম্যাচের ফলে হয়তো পার্থক্য দেখা যেত। কিন্তু এটা কোনও অজুহাত হিসেবে ব্যবহার করতে চাই না।'

বোর্ড অবশ্য নাকি প্রাথমিকভাবে কিছু টেস্ট প্লেয়ারকে আগে পাঠিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তারপরে সেটাও করা হয়নি। কারণ অবশ্য কেউ জানেন না। ওয়াকিবহল মহলের মত ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার আর প্রয়োজনীয়তা ছিল না ভারতীয় দলের। পুরো দলটাই আগে গিয়ে প্রস্তুতি সারতে পারত দক্ষিণ আফ্রিকায়। কারণটা কারোরই অজানা নয়। ভারতীয় উপমহাদেশের পরিস্থিতি আর দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি একরকম নয়।

সমালোচনার মুখে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন শাস্ত্রী, প্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় যুদ্ধের আগে ঘোষণা

রবি শাস্ত্রী জানিয়ে দিয়েছেন, 'আমি প্রস্তাব দিয়েছি এবার থেকে যখনই বিদেশ সফরে যাব তখনই অন্তত দিন পনেরো আগে ভ্যেনুতে পৌঁছে যাব। '

এদিক দল নির্বাচন নিয়ে সাংবাদিকদের ছোঁড়া বোমায় অবশ্য অধিনায়ক বিরাটের পাশে দাঁড়িয়েছেন রবি শাস্ত্রী, তিনি জানিয়েছেন, 'যদি অজিঙ্ক প্রথম দুটো টেস্টে সুযোগ পেয়ে ব্যর্থ হত, তখন আপনারাই প্রশ্ন করতেন, কেন রোহিতকে খেলানো হল না। ফাস্ট বোলারদের ক্ষেত্রেও একই প্রশ্ন করা হত। তাই আমাদের হাতে যখন বেছে নেওয়ার সুযোগ আছে, তখন আমরা সেরা অস্ত্রটাই কাজে লাগাই। সেটা গোটা দলও সমর্থন করে।'

ভারতীয় বোলাররা দুটি টেস্টেই দক্ষিণ আফ্রিকার ২০ টি উইকেট তুলে নেওয়ার কৃতিত্ব দেখিয়েছে। যাঁর জন্য দারুণ খুশি থিঙ্কট্যাঙ্ক।

English summary
Ravi Shastri agrees India should have reached South Africa early and played practice match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X