For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট-রোহিত দ্বন্দ্ব নিয়ে ফের মুখ খুললেন শাস্ত্রী, কী বললেন টিম ইন্ডিয়ার হেড কোচ

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মার মধ্যে কোনও দ্বন্দ্ব বা সমস্যা নেই বলে ফের দাবি করলেন দলের হেড কোচ রবি শাস্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মার মধ্যে কোনও দ্বন্দ্ব বা সমস্যা নেই বলে ফের দাবি করলেন দলের হেড কোচ রবি শাস্ত্রী। বিরাট ও রোহিতের মধ্যে মত পার্থক্য কার্যত স্বীকার করেও শাস্ত্রীর দাবি, মতের অমিল মানেই দ্বন্দ্ব নয়।

খামোখা জল্পনা

খামোখা জল্পনা

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মার মধ্যে দ্বন্দ্ব সংক্রান্ত যে খবর প্রচার করা হচ্ছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন দলের হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর কথায়, ১৫ জনের দলে কখনও কখনও মতপার্থক্য হতেই পারে। তা বলে তা নিয়ে বিরাট ও রোহিতের মধ্যে মন কষাকষি হয়নি বলে স্পষ্ট করেছেন টিম ইন্ডিয়ার কোচ।

বিতর্ক ভালো

বিতর্ক ভালো

ভালো কিছু করতে গেলে সবকিছু যে সোজা পথে হবে, তার কোনও মানে নেই বলে মনে করেন রবি শাস্ত্রী। ভালো ফল পেতে দলে ভিন্ন মত বা গঠনমূলক বিতর্ক প্রয়োজন বলেও মনে করেন টিম ইন্ডিয়ার হেড কোচ।

যুগের সূচনা

যুগের সূচনা

রবি শাস্ত্রীর কথায়, এমন একটা সময় আসে যখন কোন ক্রিকেট খেলিয়ে দেশ, যুগ শাসন করে। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো এই টিম ইন্ডিয়ার মধ্যে সেই ছাপ রেখে যাওয়ার ক্ষমতা আছে বলে মনে করেন কোচ রবি শাস্ত্রী। তাঁর কথায়, তিনি পাঁচ বছর ধরে দলটাকে দেখছেন। খেলোয়াড়দের একে অপরের প্রতি টান অন্য রকম বলে দাবি করেছেন শাস্ত্রী। দ্বন্দ্ব থাকলে বিশ্বকাপে রোহিতের ব্যাট থেকে পাঁচটি শতরান আসত না, বিরাটও তাঁর সহজাত খেলা খেলতে পারতেন না বলে বিশ্বাস করেন টিম ইন্ডিয়ার হেড কোচ।

English summary
Ravi Shastri once again speaks on alleged Virat-Rohit rift
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X