For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের সেমিফাইনালে কেন সাত নম্বরে ধোনি, অবশেষে বললেন রবি শাস্ত্রী

বিশ্বকাপের সেমিফাইনালে কেন সাত নম্বরে ধোনি, অবশেষে বললেন রবি শাস্ত্রী

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ভোলেনি বিশ্ব। সেই ম্যাচ হারের জেরে চাকরি খোয়াতে হয়েছিল টিম ইন্ডিয়ার তৎকালীন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে। দলের হেড কোচ রবি শাস্ত্রীর রণনীতি নিয়ে প্রশ্ন তুলেছিল ক্রিকেট মহলের একটা অংশ।

বিশ্বকাপের সেমিফাইনালে কেন সাত নম্বরে ধোনি, অবশেষে বললেন রবি শাস্ত্রী

প্রশ্ন উঠেছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ইনিংসের শুরুর দিকে ভারতীয় ব্যাটসম্যানরা পরপর আউট হয়ে যাওয়া সত্ত্বেও এমএস ধোনিকে ব্যাটিং অর্ডারের ওপরে না পাঠিয়ে সাত নম্বরে কেন নামানো হয়েছিল? এই প্রশ্নের উত্তর এতদিন না দিলেও অবশেষে এ ব্যাপারে মুখ খুললেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। কেন সেদিন ধোনিকে নিচে নামানো হয়েছিল, তার উত্তর দিলেন শাস্ত্রী।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে কেন সাত নম্বরে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি, প্রশ্নের উত্তরে রবি শাস্ত্রী বলেছেন, এটা তাঁদের পরিকল্পনার মধ্যেই ছিল। শাস্ত্রীর কথায়, সেই ম্যাচে ধোনিকে চার কিংবা পাঁচে নামালে তিনি শীঘ্র আউটও হয়ে যেতে পারতেন। সেক্ষেত্রে ওই ইনিংসে আর কোনও ফিনিশার থাকতেন না বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। ধোনিকে সাত নম্বরে নামানো হয়েছিল বলেই ম্যাচ শেষ পর্যন্ত গিয়েছিল বলে দাবি করেছেন শাস্ত্রী। তাঁর কথায়, এমএস ধোনির ক্ষমতা সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। মাহি নিজের সব অভিজ্ঞতা সেই ম্যাচে কাজে লাগিয়েছিলেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ।

ভারত হারলেও সেই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ও অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার মধ্যে দুর্দান্ত পার্টনারশিবপ হয়েছিল। ধোনির পাশাপাশি জাদেজার ওই ইনিংসেরও প্রশংসা করেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী।

English summary
Ravi Shastri reveals about MS Dhoni's batting position in World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X