For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডেন ঘুরে সৌরভকে হ্যাটস অফ! কেন এমন বললেন রবি শাস্ত্রী

বোর্ড প্রেসিডেন্ট হতে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম যে ক'জন শুভেচ্ছা জানিয়েছিলেন, তার মধ্যে প্রথম দিকে ছিলেন রবি শাস্ত্রী। বোর্ড প্রেসিডেন্টকে নিয়ে এক প্রশ্ন এমনটাই বললেন ভারতীয় দলের হেড কোচ শাস্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

বোর্ড প্রেসিডেন্ট হতে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম যে ক'জন শুভেচ্ছা জানিয়েছিলেন, তার মধ্যে প্রথম দিকে ছিলেন রবি শাস্ত্রী। বোর্ড প্রেসিডেন্টকে নিয়ে এক প্রশ্নে এমনটাই বললেন ভারতীয় দলের হেড কোচ শাস্ত্রী।

সৌরভকে হ্যাটস অফ! কেন এমন বললেন রবি শাস্ত্রী

সেই সঙ্গে প্রেসিডেন্ট সৌরভের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। রবিবারই ভারতের মাটিতে প্রথম নৈশালোকের পিঙ্ক বল টেস্ট শেষ হয়েছে। যারপর শাস্ত্রী বলেন, 'প্রশাসক সৌরভকে হ্যাটস অফ। কীভাবে ম্যাচ আয়োজন করতে হয় দেখিয়ে দিল সৌরভ। পিঙ্ক বল টেস্ট সৌরভের জন্যই এত সাফল্য পেল। ভারতীয় ক্রিকেটের ইতিহাস পিঙ্ক বল টেস্টকে দারুণভাবে মনে রাখবে।'

প্রসঙ্গত সৌরভ-শাস্ত্রীর অম্ল-মধুর সম্পর্ক সবারই জানা। ভারতীয় দলের কোচের বাছাই পর্বে ২০১৬ সালে সৌরভ-সচিন ও লক্ষ্মণ ক্রিকেট উপদেষ্টা কমিটিতে ছিলেন। এই কমিটিই অনিল কুম্বলেকে ভারতীয় দলের কোচ হিসেবে বেছে নিয়েছিল। সেই বাছাইয়ের পরেই প্রকাশ্যে রবি শাস্ত্রী সৌরভের উপর তোপ দেগেছিলেন।

অভিযোগ করে শাস্ত্রী সেসময় বলেছিলেন, সৌরভের জন্যই তিনি কোচের পদ পাননি। যার জবাবে পাল্টা সৌরভ বলেছিলেন কোচ হতে গেলে উপস্থিত থেকে ইন্টারভিউ দিতে হয়। সেবার ভিডিও কনফারেন্সের মাধ্যেমে ইন্টারভিউ দেন শাস্ত্রী।

এরপর দুই প্রাক্তন ক্রিকেটারের মধ্যে সম্পর্কের দেওয়াল ওঠে। সৌরভ প্রেসিডেন্ট হওয়ার পর অম্ল-মধুর সম্পর্ক এখন গলে জল বলে ক্রিকেটমহলের মত। যারপর সৌরভের প্রংশায় এখন পঞ্চমুখ শাস্ত্রী। প্রশাসক সৌরভের হাত ধরে ভারতীয় ক্রিকেট নতুন দিশা পাবে বলে মন্তব্য করেছেন বিরাটদের হেডস্যার।

English summary
Ravi Shastri says, I was one of the first to congratulate Sourav Ganguly on becoming BCCI president
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X