For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিকুচি করেছে পিচের, যে কোনও পরিস্থিতিতে ভারত এখন বোলিং 'পাওয়ারহাউস'

ভারতীয় দলের প্রশংসায় কোহলিদের হেডকোচ রবি শাস্ত্রী। রাঁচিতে দলের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় দলের প্রশংসায় কোহলিদের হেডকোচ রবি শাস্ত্রী। রাঁচিতে দলের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। সেখানেই ব্যাটে অনবদ্য় পারফর্ম্যান্স ভারতের। সেই নিয়ে দলের ব্যাটিংকে 'ফেরারি' গাড়ির সঙ্গে তুলনা করলেন শাস্ত্রী। সঙ্গে দলের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করলেন কোচ।

বোলিংয়ের প্রশংসায় কী মন্তব্য শাস্ত্রীর

বোলিংয়ের প্রশংসায় কী মন্তব্য শাস্ত্রীর

ভারতীয় দলের হেড কোচ শাস্ত্রী বলেন, 'নিকুচি করেছে পিচের। পিচ নিয়ে এখন আর ভাবনা চিন্তা করিনা। ভারতীয় দলের এখন লক্ষ্য একটাই, ২০ উইকেট নাও আর ম্যাচ জেতো। দলে যেখানে এত ভালো ভালো সব বোলার রয়েছে, যারা বিপক্ষের ২০ উইকেট তুলে নিতে পারে, তখন দলের কার চিন্তা কিসের? কোথায় খেলতে নামছি, মুম্বইতে নাকি অকল্যান্ডে,সেটা এখন আর আমাদের ভাবনার বিষয় নয়। আমাদের দলের বোলিং এখন সব পরিস্থিতিতেই সাফল্য এনে দিতে পারে।'

রাঁচি টেস্ট

রাঁচি টেস্ট

প্রসঙ্গত রাঁচিতে তৃতীয় টেস্টে ব্যাটে দ্বিশতরান হাঁকিয়ে ভারতকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দেন হিটম্যান রোহিত শর্মা। ২৫৫ বল খেলে ২১২ রান হাঁকান হিটম্যান। রোহিত ছাড়়া শতরানের ইনিংস খেলেন অজিঙ্ক রাহানে।১১৫ রান করেন অজিঙ্ক। বাকিদের মধ্যে জাদেজার ৫১ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৪৯৭ রান তুলে ২০২ রানে ম্যাচ জেতে ভারতীয় দল। দলের ব্যাটিংয়ের নিয়েও তাই গর্বিত শাস্ত্রী। বলেছেন দলের ব্যাটিং এখন ফেরারি গাড়ির মতো ছুটছে।

ভারতের সাফল্য

ভারতের সাফল্য

রাঁচির টেস্ট জয়ের ফলে ঘরের মাঠে এই নিয়ে টানা ১১টি টেস্ট সিরিজ জিতল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে সিরিজ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করে নিয়ে ২৪০ পয়েন্ট নিয়ে মগডালে ভারতীয় দল।

English summary
Ravi Shastri says, to hell with pitches,praises Indian batting like Ferrari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X