For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রহেলিকার নাম রবীন্দ্র জাদেজা - ভারতের সবথেকে ধারাবাহিক অলরাউন্ডারের কাহিনী ভারি অদ্ভুত

ভারতের সবচেয়ে ধারাবাহিক অলরাউন্ডার হওয়া সত্ত্বেও রবীন্দ্র জাদেজা প্রথম একাদশে ধারাবাহিক হতে পারেননি।

Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে নিজের কেরিয়ারের প্রথম টেস্ট শতরান পেলেন রবীন্দ্র জাদেজা। তিনি ক্রমশ ভারতের ক্রাইসিস ম্যান হয়ে উঠছেন।

যখনই ভারতীয় দল বিপদে পড়ে, পারফর্ম করেন জাদেজা। কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত প্রথম এগারোতে তো বটেই স্কোয়াডেও তাঁর জায়গা পাকা নয়। রবীন্দ্র জাদেজা যেন সেই ধাঁধা, যার সমাধান এখনও পায়নি ভারতীয় ক্রিকেট।

প্রথম টেস্ট শতরান

প্রথম টেস্ট শতরান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে এমনিতেই জাঁকিয়ে বসেছিল ভারত। কিন্তু দ্বিতীয় দিন সকালে ৫৩৪ রানের মাথায় বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর ভারতকে ৬০০ রানের গণ্ডি পার করে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। একের পর এক লোয়ার অর্ডার ব্যাটসম্যানকে সঙ্গে নিয়ে তিনি ভারতকে তো ৬৪৯ রানে পৌঁছে দিলেনই, সেই সঙ্গে তুলে নিলেন নিজের প্রথম টেস্ট শতরান। ১৩২ বলে ১০০ রান করে অপরাজিত থাকার পথে তিনি মোট ৫টি ৪ ও ৫টি ৬ মারেন।

ইংল্যান্ড সফরে

ইংল্যান্ড সফরে

এর আগে ইংল্যান্ড সফরে শুরু থেকেই দলে ছিলেন জাদেজা। একের পর এক ম্যাচে তাঁকে বসিয়ে অতিরিক্ত পেসার হিসেবে হার্দিক পাণ্ডিয়াকে খেলিয়েছিল টিম ম্যানেজমেন্ট। আর স্পিনার হিসেবে বিচার করতে বসলে ভারতের এক নম্বর স্পিনার অবশ্যই আর অশ্বিন। অবশেষে জাদেজার শিকে ছেঁড়ে একেবারে শেষ টেস্টে এসে।

ওভাল টেস্টে কেমন খেলেছিলেন তিনি? বল হাতে প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নিয়ে সমস্যায় ফেলে দিয়েছিলেন প্রথম ইনিংসে। তারপর দ্বিতীয় ইনিংসেও নেন ৩ উইকেট। ম্যাচে মোট ২৫৮ রান দিয়ে তোলেন ৭ উইকেট। ভারতের প্রথম ইনিংসে যখন ভারত ১৬০ রানে ৬ উইকেট হারিয়ে ধুকছে তখন তিনি ব্যাট করতে নেমেছিলেন। সেখান থেকে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে ভারতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিয়েছিলেন তিনি।

বারে বারে ভারতকে বিপদ-মুক্ত করেছেন

বারে বারে ভারতকে বিপদ-মুক্ত করেছেন

তবে ওভালের মতো এরকম অলরাউন্ড পারফর্মে ভারতকে উদ্ধার করতে জাদেজাকে বারবার দেখা গিয়েছে। ২০১৭ সাল থেকে দেখলে হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে তিনি ব্যাটে করেন অপরাজিত ৬০ আর বলে নিয়েছিলেন ১৪৮ রানে ৬ উইকেট। রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৪* ও ১৭৮-৯। একই সিরিজে ধর্মশালায় ৬৩ ও ৮১-৪। এরপর শ্রীলঙ্কা সফরে কলম্বোতে অপরাজিত ৭০ ও ২৩৬-৭। এর সঙ্গে ধরতে হবে ওভাল টেস্ট।

জাদেজার রেকর্ড

জাদেজার রেকর্ড

শুধু তাই নয়, ২০১৫ সালের অক্টোবর থেকে বোলিং গড়ে বিশ্ব ক্রমতালিকায় জাদেজার স্থান তৃতীয়। এই সময়ে তাঁর বোলিং গড় ২১.৩৮। আগে আছেন শুধু জেমস অ্যান্ডারসন (১৯.৯১) ও ভার্নন ফিলান্ডার (২০.৬৬)। আর ৫০-এর বেশি উইকেট পেয়েছেন এমন স্পিনারদের মধ্যে বোলিং গড়ের শীর্ষে তিনি।

টেস্টে বর্তমানে সেরা বোলারদের ক্রমতালিকায় তিনি আছেন ৪ নম্বরে। আর সেরা অলরাউন্ডারদের তালিকায় আছেন ২ নম্বরে। ২০১৫ সাল থেকে একবারও তিনি সেরা বোলারদের ক্রমতালিকায় প্রথম ১০ জনের বাইরে যাননি। টেস্টে তিনি এখনও পর্যন্ত (রাজকোটের চলতি টেস্টের প্রথম ইনিংস ধরে) ৩৮টি ম্যাচ খেলেছেন। ২৩.৬৫ গড়ে ১৭৮টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট পেয়েছএন ৯বার। ৩০.৮৩ রানের গড়ে মোট ১৩৯৫ রান করেছেন ৯টি অর্ধশতক ও একটি শতরান নিয়ে।

জাদেজা ভারতের সবচেয়ে বড় ধাঁধা

জাদেজা ভারতের সবচেয়ে বড় ধাঁধা

কিন্তু তারপরেও ২০১৮ সালে রাজকোট টেস্ট নিয়ে ভারত যে ১০টি টেস্ট খেলেছে, তার মধ্যে মাত্র ৩টি টেস্টের প্রথম একাদশে জায়গা করে নিতে পেরেছেন জাদেজা। যার চাপের মুখে পারফর্ম করার উজ্জ্বল রেকর্ড রয়েছে, বোলার ও অলরাউন্ডার হিসেবে যিনি বিশ্বের প্রথম ৫ জনের একজন, যিনি ভারতের সবচেয়ে ধারাবাহিক অলরাউন্ডার তাঁর এখনও দলে জায়গা পাকা না হওয়াটা দুর্ভাগ্যজনক। আসলে রবীন্দ্র জাদেজা নামক ধাঁধাটার সমাধান এখনও পায়নি ভারত।

English summary
Despite being India's most consistent all-rounder, Ravindra Jadeja yet to be consistent in the first eleven.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X