For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিডল অর্ডারের সমস্যা, ধোনির ব্য়াটিং স্লট, খলিল আহমেদ - সব নিয়েই মুখ খুললেন ক্যাপ্টেন কোহলি

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন যে ৪ নম্বরে রায়ডুর ধারাবাহিকতা ভারতের মিডল অর্ডারের সমস্যার সমাধান করতে পারে।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপ আর মাত্র একবছর দূরে। এই অবস্থায় সব একদিনের ম্য়াচকেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। যার মধ্যে পড়ছে রবিবার থেকে শুরু হতে চলা ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ একদিনের ম্য়াচের সিরিজও।

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি ভারতীয় ব্যাটিং লাইনআপের প্রথম তিন জায়গা নিয়ে কোনও সমস্যা না থাকলেও এখনও ভারত নানা পারম্যুটেশন-কম্বিনেশন করেও ৪ ও ৫ নম্বর জায়গা স্থির করতে পারেনি। প্রশ্ন রয়েছে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং নিয়েও। ওয়েস্ট ইন্ডিজ শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে খোলাখুলি কথা বললেন অধিনায়ক বিরাট কোহলি।

অধিনায়কের প্রথম পছন্দ রায়ডু

অধিনায়কের প্রথম পছন্দ রায়ডু

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজটি একই সঙ্গে আম্বাতি রায়ডু ও বারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এশিয়া কাপে রায়ডুর খেলা ভারতীয় অধিনায়কের মনে ধরেছে। তিনি ধারাবাহিকতা দেখাতে পারলেই ভারতের ৪ নম্বর পজিশনের সমস্যা মিটে যাবে বলে মনে করছেন কোহলি।

এশিয়া কাপে দলের সঙ্গে ছিলেন না কোহলি। কিন্তু তিনি বলেছেন, আমিরশাহিতে থাকা দল ও দেশ থেকে যতটুকু দেখেছেন তিনি, তাতে তাঁরও মনে হয়েছে মিডল অর্ডার ব্য়াসম্য়ানের ভূমিকায় রায়ডু যথেষ্ট মানানসই।

এশিয়া কাপে অবশ্য ৪ নম্বরে নয়, কোহলির অনুপস্থিতিতে ৩ নম্বরে ব্যাট করেন রায়ডু। ৪৩.৭৫ গড় নিয়ে তিনি ৬ ইনিংসে ১৭৫ রান করেছিলেন। আপাতত তাঁকেই ৪ নম্বরে ব্যাট করতে দেখা যাবে।

ধোনি নিয়ে কোনও রহস্য নেই

ধোনি নিয়ে কোনও রহস্য নেই

অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির ব্য়াটিং ফর্ম নিয়ে সম্প্রতি কথা উঠতে শুরু করেছে। প্রথমে ইংল্যান্ড সফর, তারপর এশিয়া কাপ - কোনও জায়গাতেই ব্যাটসম্য়ান ধোনিকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু দলে তাঁর জায়গা নিয়ে অন্তত অধিনায়কের মনে কোনও দ্বিধা নেই।

তিনি সাফ জানিয়েছেন বিতর্ক বাদানোর উদ্দেশ্যেই ধোনিকে নিয়ে কথা তোলা হচ্ছে। তবে ধোনি আগে যে মারকাটারি ব্যাট করতেন সেই ধার তাঁর অবশ্যই কমেছে. তাই দলে থাকলেও তাঁর ব্যাটিং অর্ডার কি হবে তা নিয়ে রহস্য থেকেই গিয়েছে।

কোথায় খেলবেন ধোনি ৫, ৬ না ৭-এ

কোথায় খেলবেন ধোনি ৫, ৬ না ৭-এ

ধোনি খেললেও তাঁকে কোথায় ব্যাট করতে পাঠাবেন কোহলি? কোহলি জানিয়েছএন, তাঁর পুরো ব্যাটিং লাইনআপ এবং বিশেষ করে ৪ নম্বরের পর থেকে সবাই যে কোনও জায়গায় ব্যাটিং করতে পারে। ম্য়াচের পরিস্থিতি অনুযায়ী লাইনআপে অইদল বদল করা তাঁরা চালিয়ে যাবেন বলেঈই জানিয়েছেন ভারত-অধিনায়ক।

তিনি জানিয়েছেন যদি দেখা যায় প্রথম দিকের ব্যাটসম্যানরা তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছেন তাহলে ইনিংস গড়ার প্রয়োজনে ধোনিই নামবেন ৫ নম্বরে। আর যদি এরকম হয় ৪০ ওভারে ২টি কি ৩টি ফুকেট পড়ল, সেক্ষেত্রে ধোনির থেকে যিনি শেষ ১০ ওভারে যিনি বেশি মারতে পারবেন তাঁকেই পাঠানো হবে। ।যেরকম অদল বদলটা টি২০ ক্রিকেটে প্রায়শয়ই দেখা যায়। তবে একটা সেট লাইনআপ তাঁরা তৈরি রাখবেন।

ভূবি-বুমরার কাজ সহজ করে দিয়েছে খলিল

ভূবি-বুমরার কাজ সহজ করে দিয়েছে খলিল

এখনও কোহলির নেতৃত্বে খেলার সুযোগ হয়নি তরুণ বাঁহাতি পেসার খলিলের। কিন্তু এশিয়া কাপে যে দুটি ম্যাচ তিনি খেলেছেন তাতে অধিনায়কের আস্থা অর্জন করতে পেরেছেন তিনি। কোহলি তাঁর সঙ্গে তুলনা টেনেছেন জাহির খান, আশিষ নেহরার।

তিনি জানিয়েছেন বাঁহাতি ও দুদিকেই বল সুইং করানোর ক্ষমতার জন্য খলিল দলের পেস আক্রমণে বৈচিত্র আনবেন। তাঁর বলের পেস ও বাউন্সের কথাও উল্লেখ করেন কোহলি। ভূবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাই যে তাঁদের দলের এক নম্বর পেস জুটি তা জানিয়ে বিরাট কোহলি বলেন, খলিল থাকায় ভূবি-বুমরার কাজটা সহজ হয়ে যাবে।

English summary
Indian captain Virat Kohli has said that Rayudu's consistency at no 4 slot can solve India's middle order conundrum.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X