For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরসিবি-র ক্রিকেট অপারেশনের ডিরেক্টর মাইক হেসন, কোচ সাইমন কাটিচ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেট অপারেশনের ডিরেক্টর নির্বাচিত হলেন নিউজিল্য়ান্ডের প্রাক্তন কোচ মাইক হেসন। অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ-হাতি সাইমন কাটিচকে আরসিবি-র হেচ কোচ বাছা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেট অপারেশনের ডিরেক্টর নির্বাচিত হলেন নিউজিল্য়ান্ডের প্রাক্তন কোচ মাইক হেসন। অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ-হাতি সাইমন কাটিচকে আরসিবি-র হেচ কোচ বাছা হয়েছে।

আরসিবি-র ক্রিকেট অপারেশনের ডিরেক্টর মাইক হেসন, কোচ সাইমন কাটিচ

কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের পর আইপিএলের আগামী মরশুমে তাদের কোচ কে হবেন, শুক্রবার তা ঘোষণা করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। তাতে যে এমন চমক অপেক্ষা করছিল, তা হয়তো ধরতে পারেননি আরসিবি ফ্যানরা।

বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের মতো তারকারা থাকা সত্ত্বেও আইপিএলে কিছুতেই যেন কাঙ্খিত সাফল্যে পৌঁছতে পারছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোথাও একটা সমস্যা রয়েই যাচ্ছে। কিন্তু সমস্যাটা ঠিক কোথায়, তা ধরা যাচ্ছিল না। একাধিকবার কোচ বদল করেও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারেনি আরসিবি। ক্রিকেট অপারেশেনের ডিরেক্টর হয়ে মাইক হেসন সেই সমস্য়াগুলি খুঁজে বের করতে সক্ষম হবেন বলেই আশা আরসিবি ফ্রাঞ্চাইজির।

২০১২ থেকে ২০১৮ পর্যন্ত নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ থাকা হেসন ২০১৫-র বিশ্বকাপে ব্রেন্ডন ম্যাকুলামদের ফাইনালে তুলেছিলেন। নিউজিল্যান্ড ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবকে কোচিং করান মাইক হেসন। দলের নীতি, পরিকল্পনা, পারফরম্যান্স ম্য়ানেজমেন্ট, স্কাউটিং, তাঁর প্রধান কাজ হবে বলে আরসিবি-র তরফে জানানো হয়েছে।

অন্য়দিকে, দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের সহকারি কোচের দায়িত্ব পালন করা সাইমন কাটিচ, আরসিবি-র প্রধান প্রশিক্ষকের পদে সফল হবেন বলেই আশা করে বিরাট কোহলিদের ফ্রাঞ্চাইজি।

English summary
RCB appoints Hesson as head of Operations, Katich as head coach
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X