For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নতুন দশক, নতুন আরসিবি', বিরাট কোহলির দলে এল কোন পরিবর্তন?

'নতুন দশক, নতুন আরসিবি', বিরাট কোহলির দলে এল কোন পরিবর্তন?

  • |
Google Oneindia Bengali News

অবশেষে জল্পনার অবসান। গত দুই দিন ধরে চলা আলোচনার ইতি ঘটিয়ে দলের নতুন লোগো প্রকাশ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কর্তারা। দলের নাম অপরিবর্তত রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে আরসিবি। জানিয়েছে, নতুন লোগো ফ্যানদের উৎসর্গ করা হয়েছে।

রাতারাতি পোস্ট ডিলিট

রাতারাতি পোস্ট ডিলিট

মঙ্গলবার মুথুট ফিনক্রপ লিমিটেডের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একদিন পর ক্রিকেট মহলে জল্পনা ঘুরতে শুরু করে যে মার্চে শুরু হতে চলা আইপিএলে হয়তো অন্য নামে খেলবে আরসিবি। বিরাটের দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের হাল দেখেই এই আলোচনার উদয় হয়। কারণ আরসিবি'র অফিশিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে জিরো পোস্ট দেখায়। সেখান থেকে ৩.৩ মিলিয়ন ফলোয়ারের অ্যাকাউন্টটির প্রোফাইল ছবিগুলিও ডিলিট করা হয়। আরসিবি-র টুইটার অ্যাকাউন্টের কোনও পোস্ট মুছে ফেলা না হলেও লোগো বাতিল করা হয়। ফেসবুকে আরসিবি'র ৯ মিলিয়ন ফলোয়ার্সের কভার ও প্রোফাইলের ছবিও মুছে ফেলা হয়।

হতাশ ও উদ্বিগ্ন হন বিরাট

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই সিদ্ধান্তে মোটেই খুশি নন অধিনায়ক বিরাট কোহলি। নিজের হতাশা টুইটারে প্রকাশও করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। লিখেছেন, 'পোস্ট মুছে ফেলা হল এবং অধিনায়ককে জানানোই হল না। তোমাদের কি আমার কাছ থেকে কোনও সাহায্য প্রয়োজন'। বিরাটের মতো আরসিবি-র সিদ্ধান্তে অবাক হন দলের অন্যতম স্তম্ভ তথা দক্ষিণ আফ্রিকার লেজেন্ড এবি ডি ভিলিয়ার্স, ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল।

নতুন লোগো প্রকাশ

গত দুই দিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার নিজেদের নতুন লোগো প্রকাশ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সোশ্যাল মিডিয়ায় ফের সক্রিয় হয়েছে বিরাট কোহলির দল। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে নতুন লোগো-র ভিডিও আপলোড করেছে আরসিবি। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইলেও নতুন ছবিই দেওয়া হয়েছে। পোস্টের ওপরে লেখা হয়েছে, 'এটাই সেই মুহূর্ত, যার জন্য সবাই অপেক্ষা করছিলেন। নতুন দশক, নতুন আরসিবি, নতুন লোগো।' প্রিয় দলের এই চমকে প্রথমে অবাক হলেও পরে উচ্ছ্বসিত হয়েছেন সমর্থকরা।

আরসিবি-র পারফরম্য়ান্স

আরসিবি-র পারফরম্য়ান্স

এখনও পর্যন্ত একবারও আইপিএল না জেতা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুর্নামেন্টের ২০১৭-র সংস্করণে অন্তিম স্থানে শেষ করে। ২০১৮ এবং ২০১৯-এ যথাক্রমে ষষ্ঠ ও অষ্টম স্থানে শেষ করে আরসিবি।

English summary
RCB unveil its new logo before IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X