For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফটো ফিচার : আইপিএলে সবচেয়ে দ্রুততম অর্ধশতরানকারী খেলোয়াড় কারা?

রবিবার আইপিএলের ইতিহাসে মাত্র ১৫ বলে অর্ধশতরান করে নয়া রেকর্ড গড়েছেন কলকাতার হয়ে খেলা সুনীল নারিন। একনজরে দেখে নিন আইপিএলে দ্রুততম অর্ধশতরান করার ক্ষেত্রে কারা রয়েছেন একেবারে প্রথমে।

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের প্রতিটি মরশুমেই নয়া রেকর্ড তৈরি হয়। এবং পরের মরশুমেই তা ভেঙে যায়। গত দশবছরে এভাবেই প্রতি বছর রেকর্ড তৈরি হয়েছে আবার তা ভেঙেছে। রবিবার আইপিএলের ইতিহাসে মাত্র ১৫ বলে অর্ধশতরান করে নয়া রেকর্ড গড়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সুনীল নারিন।

আইপিএলের ইতিহাসে প্রথম দশটি সর্বনিম্ন দলগত রান

আইপিএলে হিট উইকেট হয়ে আউট হওয়া ব্যাটসম্যান কারা?

রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ১৫৯ রান তাড়া করতে নেমে ওপেনার হিসাবে মাত্র ১৫ বলে অর্ধশতরানের গণ্ডী টপকে যান সুনীল। এর আগে ইউসুফ পাঠান কলকাতার হয়ে ১৫ বলে অর্ধশতরান করেছিলেন। রবিবার সেই রেকর্ডের যুগ্ম অধিকারী হলেন এই ক্যারিবিয়ান ক্যারম বল স্পিনার। একনজরে দেখে নিন আইপিএলে দ্রুততম অর্ধশতরান করার ক্ষেত্রে কারা রয়েছেন একেবারে প্রথমে।

সুনীল নারিন (১৫ বল), আইপিএল ২০১৭

সুনীল নারিন (১৫ বল), আইপিএল ২০১৭

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে রান তাড়া করতে নেমে মাত্র ১৫ বলে অর্ধশতরান করেন সুনীল নারিন। তাঁর সঙ্গে ওপেনিংয়ে নামা ক্রিস লিনও মাত্র ২১ বলে অর্ধশতরানের ইনিংস খেলে যান। ফলে ২৯ বল বাকী থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স। [IPL ইতিহাসে সবচেয়ে দ্রুত শতরানের রেকর্ডধারী ১০ ব্যাটসম্যান কারা?]

ইউসুফ পাঠান (১৫ বল), আইপিএল ২০১৪

ইউসুফ পাঠান (১৫ বল), আইপিএল ২০১৪

২০১৪ সালে গ্রুপ লিগের শেষ ম্যাচে কলকাতার প্লে অফে কোয়ালিফাই করতে গেলে ১৫.২ ওভারে ১৬১ রান করতে হতো। হায়দ্রাবাদের বিরুদ্ধে সেই ম্যাচে মাত্র ১৫ বলে অর্ধশতরান করে কলকাতাকে প্লে অফে তোলেন। ১৪.২ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় কলকাতা। [আইপিএলে সবচেয়ে বেশিবার শুন্য রানে আউট হওয়া প্রথম ১০জন ব্যাটসম্যানের তালিকা]

সুরেশ রায়না (১৬ বল), আইপিএল ২০১৪

সুরেশ রায়না (১৬ বল), আইপিএল ২০১৪

চেন্নাই সুপার কিংসের হয়ে ২০১৪ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ১৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন সুরেশ রায়না। সেই ম্যাচে মাত্র ২৫ বলে ৮৭ রান করেছিলেন রায়না।

ক্রিস গেইল (১৭ বল), আইপিএল ২০১৩

ক্রিস গেইল (১৭ বল), আইপিএল ২০১৩

পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ২০১৩ সালে মাত্র ৩০ বলে শতরান করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলোয়াড় ক্রিস গেইল। সেই ম্যাচে প্রথম ১৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন গেইল। পরের ১৩ বলের মধ্যেই শতরানে পৌঁছে যান গেইল। সবমিলিয়ে মাত্র ৬৬ বলে ১৭৫ রান করে অপরাজিত থাকেন।

তবে গেইল ছাড়াও ১৭ বলে অর্ধশতরান করেছেন অ্যাডাম গিলক্রিস্ট। ২০০৯ সালে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে এই বিস্ফোরক ইনিংস খেলেন গিলক্রিস্ট। এছাড়া ২০১৬ সালে গুজরাতের বিরুদ্ধে দিল্লির হয়ে ক্রিস মোরিস, ২০১৬ সালে কলকাতার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে কায়রন পোলার্ড ১৭ বলে অর্ধশতরানে পৌঁছন।

ক্রিস লিন (১৯ বল), আইপিএল ২০১৭

ক্রিস লিন (১৯ বল), আইপিএল ২০১৭

এবছর কলকাতার হয়ে খেলা আর এক বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস লিন মাত্র ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করেছেন। গুজরাতের বিরুদ্ধে সেই ম্যাচে ৪১ বলে ৯৩ রান করে আউট হন লিন। যার ফলে ১৮৪ রান তাড়া করতে নেমে দশ উইকেটে ম্যাচ জেতে কেকেআর।

লিনের পাশাপাশি ২০১৪ সালে পাঞ্জাবের হয়ে ডেভিড মিলার রাজস্থানের বিরুদ্ধে, ২০১০ সালে রবীন উথাপ্পা ব্যাঙ্গালোরের হয়ে পাঞ্জাবেব বিরুদ্ধে ও আন্দ্রে রাসেল ২০১৫ সালে কলকাতার হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে ১৯ বলে অর্ধশতরান করেছেন।

English summary
Record of fastest 50's in IPL cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X