For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন-সৌরভ-বেদী, বিশ্বকাপে ভারতীয়দের কিছু স্মরণীয় রেকর্ড

১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্ব ইংল্যান্ডের মাটিতে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২৮ বছর পর অর্থাৎ ২০১১ সালে দেশের মাটিতে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় নীল জার্সিধারীরা।

  • |
Google Oneindia Bengali News

১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্ব ইংল্যান্ডের মাটিতে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২৮ বছর পর অর্থাৎ ২০১১ সালে দেশের মাটিতে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় নীল জার্সিধারীরা। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ২০০৩ সালে টিম ইন্ডিয়া ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে যেতে হয়। সব মিলিয়ে বিশ্বকাপ জয়ে ক্যাঙ্গারুর দেশের (৫) পরেই ভারতের (২) স্থান। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা। তার আগে দেখে নেওয়া যাক বিশ্বকাপে ভারতীয়দের উল্লেখযোগ্য কিছু রেকর্ড।

পাঠানকোটের তদন্তে পাকিস্তান

পাঠানকোটের তদন্তে পাকিস্তান

পাঞ্জাবের পাঠানকোট হামলার তদন্তের জন্য ছয় সদস্যের কমিটি তৈরি করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

বিষাণ সিং বেদীর হ্যাটট্রিক

বিষাণ সিং বেদীর হ্যাটট্রিক

ভারতীয় ক্রিকেটের উত্থানের যুগে এরাপল্লী প্রসন্ন, ভগবত চন্দ্রশেখর ও শ্রীনিবাস ভেঙ্কটরাভবনদের জুড়িদার বাঁ-হাতি স্পিনার বিষেণ সিং বেদী খুব বেশি একদিনের ম্যাচ না খেললেও, ১৯৭৫ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন। ইংল্যান্ডে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে পূর্ব আফ্রিকার বিরুদ্ধে একই ম্যাচে দুটি মেডেন ওভার নেন ভারতের স্পিন লেজেন্ড। এখনও পর্যন্ত আর কোনো বোলার সেই কৃতিত্ব ছুঁতে পারেননি।

রূপান্তরকামীদের সংরক্ষণ

রূপান্তরকামীদের সংরক্ষণ

সব ধরনের রূপান্তরকামীদের সংরক্ষণের আওতায় আনতে খসড়া বিল পেশ হল।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পার্টনারশিপ রেকর্ড

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পার্টনারশিপ রেকর্ড

এক সময় 'গড অফ দ্য অফ সাইড' হিসেবে পরিচিত মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ৩১১টি ওয়ান ডে খেলে দশ হাজারের ওপর রান করেছেন। ১৯৯৯ থেকে ২০০৭ অর্থাৎ তিনটি বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন দাদা। ২০০৩-র টিম ইন্ডিয়ার অধিনায়কও ছিলেন সৌরভ। এহেন ক্রিকেটারের বিশ্বকাপের রেকর্ডও কিন্তু বেশ আকর্ষণীয়। তার মধ্যে অন্যতম তিন বার ২০০-র ওপর ব্যাটিং পার্টনারশিপে যুক্ত থাকা। ১৯৯৯-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে রাহুল দ্রাবিড়ের সঙ্গে ৩১৮, ২০০৩-এ নামিবিয়ার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের সঙ্গে ২৪৪ এবং ২০০৭-এ বারমুডার বিরুদ্ধে বীরেন্দ্র শেহবাগের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২০২ রানের পার্টনারশিপের রেকর্ড এখনও অক্ষত।

সিরিয়ায় গ্রেফতার চার ভারতীয়

সিরিয়ায় গ্রেফতার চার ভারতীয়

আইএসআইএস জঙ্গিদলে যোগ দিতে যাওয়ায় সিরিয়ায় ৪ ভারতীয় যুবককে গ্রেফতার করা হল।

কনিষ্ঠতম হিসেবে ম্যান অফ দ্য ম্যাচ সচিন

কনিষ্ঠতম হিসেবে ম্যান অফ দ্য ম্যাচ সচিন

১৯৯২ সালে ২০ বছরেরও কম বয়সে বিশ্বকাপ খেলতে নেমে ২ বার ম্য়ান অফ দ্য ম্যাচ পুরস্কার জেতেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। পাকিস্তান ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে এই কীর্তির অধিকারি হয়েছিলেন ক্রিকেটের ভগবান। যা এখনও রেকর্ড বুকে উজ্জ্বল।

রোহিতের মত

রোহিতের মত

বিসিসিআই ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যেটা ভালো বুঝবেন, সেটাই ডিআরএস নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই মত রোহিত শর্মার।

বিজেপিকে তোপ

বিজেপিকে তোপ

সারা রাজ্যে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিতে চাইছে বিজেপি। এমনটাই অভিযোগ করলেন মধ্যপ্রদেশের বিরোধী কংগ্রেস নেতৃত্ব।

জাপানে ভূমিকম্প

জাপানে ভূমিকম্প

রিখটার স্কেলে ৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান।

এনআইএ দফতরে সলবিন্দরের রাঁধুনি

এনআইএ দফতরে সলবিন্দরের রাঁধুনি

গুরুদাসপুরের এসপি সলবিন্দর সিংয়ের রাঁধুনি মদন গোপাল ও মাজারের কেয়ারটেকার সোমরাজকে জেরার জন্য এনআইএ দফতরে নিয়ে আসা হল।

আটক নয় আজহার

আটক নয় আজহার

মৌলানা মাসুদ আজহারকে আটকে রাখার কোনও খবর প্রশাসনের কাছে নেই বলে জানাল পাক সরকার।

কিকুর পাশে ঋষি

কিকুর পাশে ঋষি

কমেডিয়ান কিকু সারদাকে গ্রেফতারির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন অভিনেতা ঋষি কাপুর। টুইটারে জানালেন, তিনি গুরু রাম রহিমের চরিত্রে অভিনয় করতে চান। দেখতে চান, কে তাঁকে জেলে পাঠায়।

শিশির পুত্র হাজিরা দেবে সারদা মামলায়

শিশির পুত্র হাজিরা দেবে সারদা মামলায়

সারদা কাণ্ডে এবার তৃণমূল সাংসদ শিশির অধিকারীর পুত্র সৌমেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ দিল সিবিআই। ১৯ জানুয়ারির মধ্যে হাজিরা দিতে হবে।

ফেব্রুয়ারিতে সাধারণ বাজেট

ফেব্রুয়ারিতে সাধারণ বাজেট

আগামী ২৯ ফেবরুয়ারি সংসদে সাধারণ বাজেট পেশ করা হবে বলে জানানো হয়েছে।

সিকিমে ধস

সিকিমে ধস

সিকিমের রংপোতে জাতীয় সড়কে ধস নেমে একজনের মৃত্যু হয়েছে।

English summary
Record of Indian Legend in the history of World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X