For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগান টেস্টে রেকর্ডের বন্যা ভারতের, কী কী কীর্তি গড়ল টিম ইন্ডিয়া, জেনে নিন একনজরে

আফগানিস্তানের বিরুদ্ধে এদিন একেরপর এক রেকর্ড তৈরি হল। একনজরে দেখে নেওয়া যাক সেই রেকর্ডগুলি।

  • |
Google Oneindia Bengali News

প্রথমবার টেস্ট ম্যাচে খেলতে নেমে ইনিংস ও ২৬২ রানে হারতে হল মহম্মদ নবি, রশিদ খানের আফগানিস্তানকে। প্রথমে ব্যাট করে ভারত ৪৭৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে একদিনের মধ্যেই দু'বার অলআউট হয়ে গেল আফগানিস্তান। প্রথম ইনিংসে ১০৯ রানে আউট হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ১০৩ রানে থামল আফগানরা। ফলে ২দিন শেষ হওয়ার আগেই একমাত্র টেস্টের সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া। এদিন একেরপর এক রেকর্ড তৈরি হল। একনজরে দেখে নেওয়া যাক সেই রেকর্ডগুলি।

টেস্টে ভারতের সর্ববৃহত জয়

টেস্টে ভারতের সর্ববৃহত জয়

টেস্ট ক্রিকেটে এটাই ভারতের সবচেয়ে বড় জয়। শুক্রবার ভারত আফগানিস্তানকে ইনিংস ও ২৬২ রানে হারিয়েছে। এর আগে বাংলাদেশকে ঢাকায় ইনিংস ও ২৩৯ রানে হারানো সেরা ছিল। এই একই মার্জিনে ২০১৭ সালে শ্রীলঙ্কাকে নাগপুরে হারায় বিরাট কোহলির ভারত। এই নিয়ে দেশের মাঠে পরপর নয়টি টেস্ট জিতল ভারত।

একদিনে দু'বার আউট প্রতিপক্ষ

একদিনে দু'বার আউট প্রতিপক্ষ

আফগানিস্তান ব্যাটসম্যানরা একদিনে দু'বার আউট হয়ে গেলেন। একইসঙ্গে দু'দিনের মধ্যে টেস্ট শেষ হয়ে গেল। এমনটা ক্রিকেট ইতিহাসে এর আগে ২০ বার হয়েছে। এদিন ধরলে ২১তমবার এমন ঘটনা ঘটল।

একদিনে প্রতিপক্ষের ২০ উইকেট

একদিনে প্রতিপক্ষের ২০ উইকেট

একদিনে ভারতীয় বোলাররা প্রতিপক্ষের ২০টি উইকেট নিয়ে বিপক্ষকে ধরাশায়ী করল। এদিন ভারতের ৪টি ও আফগানিস্তানের ২০টি মিলিয়ে একদিনে মোট ২৪টি উইকেট পড়ল।

ভারতীয় বোলারদের রেকর্ড

ভারতীয় বোলারদের রেকর্ড

এদিন উমেশ যাদব ৩৭তম টেস্টে একশো টেস্ট উইকেটের মাইলস্টোনে পৌঁছলেন। এদিন রবিচন্দ্রণ অশ্বিন জাহির খানকে টপকে ভারতের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী হলেন।

ভারতের অনন্য রেকর্ড

ভারতের অনন্য রেকর্ড

প্রথম এশীয় দেশ হিসাবে ভারত টেস্টে বিপক্ষকে ৪০০ বলের মধ্যে দু'বার বিপক্ষকে আউট করল। এদিন দুই ইনিংস মিলিয়ে ভারতীয় বোলারদের ৩৯৯ বল লাগল আফগানিস্তানের ব্যাটসম্যানদের আউট করতে টেস্ট জিততে।

English summary
Records gallore as India thrash Afghanistan in one off test at Bengaluru
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X