For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনির জুতোয় পা গলানো কী সম্ভব? কী বললেন লোকেশ রাহুল

ধোনির জুতোয় পা গলানো কী সম্ভব? কী বললেন লোকেশ রাহুল

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের কারণে অনিদির্ষ্টকালের জন্যে স্থগিত আইপিএল। যারপর ভারতীয় ক্রিকেটে এখন একটাই প্রসঙ্গ সবচেয়ে বেশি আলোচ্য। ধোনির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে আলোচনায় ভারতীয় ক্রিকেট দুনিয়া। এবার ধোনির জুতোয় পা গলানো নিয়ে মন্তব্য করলেন লোকেশ রাহুল।

বিশ্বকাপে ধোনির জায়গা নিতে পারেন রাহুল

বিশ্বকাপে ধোনির জায়গা নিতে পারেন রাহুল

রাহুলকেই বিশ্বকাপে ধোনির জায়গা নিতে হবে মনে করছে ভারতীয় দল। ২০২০ ক্রিকেট বিশ্বকাপে ধোনির বয়স ৩৯ হতে চলেছে। আইপিএল কেমন খেলেন তার উপর ধোনির আন্তর্জাতিক কামব্যাক নির্ভর করে ছিল। কিন্তু আইপিএল স্থগিতের কারণে বিশ্বকাপের আগে নির্বাচকরা ধোনির পারফর্ম্যান্স দেখার কোনও সুযোগ পাবেন না। ফলে ৩৯ এর ধোনিকে বিশ্বকাপে দেখার আশা কম। সেক্ষেত্রে ভুলে ভরা পন্থের হাতে দস্তানা তুলে দেওয়ার পরিবর্তে রাহুলের উপরই বিশ্বকাপের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্ট আস্থা রাখা পারে।

ধোনির জুতোয় পা গলানো নিয়ে রাহুলের মন্তব্য

ধোনির জুতোয় পা গলানো নিয়ে রাহুলের মন্তব্য

ভারতীয় ক্রিকেটে আগামী দিনে তাঁকে ধোনির উত্তরসূরি বললেও লোকেশ রাহুল অবশ্য এমনটা মানছেন না। রাহুল জানিয়েছেন, 'ধোনির মতো মহান ক্রিকেটারের স্থান নেওয়ার চেষ্টা করা বোকামো। ধোনির জুতোয় পা গলানোর মতো আমার সাধ্য নেই। ধোনির পরিবর্ত হয়ে ওঠা অনেক চাপের। ধোনি বিশ্বসেরা। দেশবাসী ওর উপর কী পরিমাণ প্রত্যাশা রাখে, মাঠে গ্যালারির আওয়াজ সেই চাপটা বলে দেয়। ওকে পরিবর্ত করা মুখের কথা নয়।'

অস্থায়ী কিপার থেকে এখন স্থায়ী কিপার রাহুল

অস্থায়ী কিপার থেকে এখন স্থায়ী কিপার রাহুল

২০২০ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে পন্থ চোট পেলে পরিবর্ত হিসেবে দারুণ কিপিং করেন। পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের আটটি ম্যাচেই রাহুল দস্তানার দায়িত্বে ছিলেন।

 কিপিংয়ে অভিজ্ঞতা কেমন ছিল , জানালেন রাহুল

কিপিংয়ে অভিজ্ঞতা কেমন ছিল , জানালেন রাহুল

রাহুল বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে কিপিং করতে গিয়ে চাপে ছিলাম। বারবার মনে হচ্ছিল, বল হাত থেকে পড়লেই ধোনি ভাইয়ের সঙ্গে তুলনা শুরু হয়ে যাবে। গ্যালারি ধোনি ধোনি আওয়াজ তুলে ফেটে পড়বে। সেদিন থেকে জানি ধোনিভাই একজনই। ধোনির জুতোয় পা গলানো অনেক অনেক চাপের।' উল্লেখ্যে আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে দস্তানার দায়িত্বে রয়েছেন রাহুল। গত বছরও আইপিএলে ফ্র্যা়ঞ্চাইজির হয়ে কিপিং সামলেছেন। এবছর আবার অধিনায়কের ভূমিকায় রয়েছেন রাহুল।

English summary
Replacing Dhoni behind wickets was immense Pressure said KL Rahul
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X