For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লায়ন্সদের বিরুদ্ধে কেন পন্থ-রাহানে - জানা গেল ভারতের বিশ্বকাপের ব্যাক আপ প্ল্যান

বিসিসিআইয়ের এক সূত্রের খবর, ভারতীয় দলের বিশ্বকাপের পরিকল্পনায় ব্যাক-আপ হিসেবে এখনও আছেন ঋষভ পন্থ ও আজিঙ্কা রাহানে।
 

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজ শুরুর আগে দলের সহঅধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন ভারতের বিশ্বকাপের দল গঠন প্রায় সম্পূর্ণ। তবে একথাও জানাতে ভোলেননি, এরমধ্যে যদি পারফর্ম্যান্সে ঘাটতি পড়ে তাহলে দলে বদলও আসতে পারে। সিবিসিআই-এর একটি সূত্র জানিয়েছে, টপ অর্ডারের ব্য়াক-আপ হিসেবে তৈরি রাখা হবে আজিঙ্কা রাহানে ও ঋষভ পন্থকে।

লায়ন্সদের বিরুদ্ধে কেন পন্থ-রাহানে

সাম্প্রতিক কালে একদিনের ম্যাচে ভারতীয় দল বেশ ভালো খেলেছে। এশিয়া কাপ জয়, ঘরের মাঠে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক দ্বিপাক্ষিক সিরিজ জয় - এর মধ্যেও ভারতীয় শিবিরে মাথা ব্য়থার কারণ হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডারের ব্য়াটসম্য়ানদের ধারাবাহিকতার অভাব।

এশিয়া কাপের পর থেকে একদিনের ম্যাচে রানের মধ্যে নেই ওপেনার শিখর ধাওয়ান। শুরুটা ভাল করেও ইনিংস বেশিদূর টানতে পারছেন না গব্বর। অস্ট্রেলিয়ার মাঠে প্রথম দুই ম্যাচে খারাপ প্রদর্শনের পর তৃতীয় ম্যাচে বাদ পড়তে হয়েছে আম্বাতি রায়ডুকেও। নিউজিল্যান্ডে তাঁরা আরও একবার সুযোগ পাবেন। তবে বিশ্বকাপের আগে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় দল।

রাহানেকে এর আগে একদিনের ম্যাচে ৪ ও ৫ নম্বরে খেলিয়ে দেখা হয়েছে। তিনি ব্যর্থ হওয়াতেই সুযোগ এসেছিল রায়ডুর সামনে। বোর্ডের সূত্রটি জানিয়েছে, রাহানেকে প্রথম দলে এখনই না ভাবা হলেও ব্যাক-আপ হিসেবে তৈরি রাখতে চাইছে ভারত।

এর সঙ্গে পন্থকে সম্প্রতি বলা হয়েছে উপরের দিকে ব্য়াট করা অনুশীল করতে। নতুন বলের বিরুদ্ধে ব্য়াট করায় সড়গড় হতে। শিখর-রায়ডুরা ধারাবাহিকভাবে ব্যর্থ হতে থাকলে শিকে ছিঁড়বে এই দুই জনের।

এদিকে ভারতের হাতে বিশ্বকাপের আগে খুব বেশি একদিনের আন্তর্জাতিক ম্য়াচ পড়ে নেই। তাই শেষ পর্যন্ত বিশ্বকাপের দলে ঢুকে পড়লে রাহানে বা পন্থ কেউই
বেশি ম্য়াচ খেলার সুযোগ পাবেন না। অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের পর দুই জনেই দেশে ফিরে এসেছেন। তাদের ম্যাচ অনুশীলন দেওয়ার জন্যই ঘরের মাঠে ইংল্যান্ড 'এ' দলের বিরুদ্ধে ভারত 'এ' দলে রাখা হয়েছে।

দলের নেতৃত্ব দেবেন রাহানে। ফলে ৫টি লিস্ট 'এ' একদিনের ম্যাচেই খেলবেন তিনি। আর অস্ট্রেলিয়া সফরের পর 'বিশ্রাম' পাওয়া পন্থকে রাখা হয়েছে শেষ দুই ম্যাচের দলে। সেই সঙ্গে এই দুই ম্যাচে তাঁকে ব্যাট করতে হবে উপরের দিকে। প্রয়োনে ওপেন করতেও পাঠানো হতে পারে।

English summary
A BCCI source claimed that Rishabh Pant and Ajinkya Rahane are still in the backup plans of the Indian team for the top order slot.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X