For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পন্থকে কেন কোহলি ও রোহিতের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন ক্রিকেটার

ক্রাইসিস পিরিয়ড! হ্যাঁ, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ঋষভ পন্থ। ব্যাটে রান নেই, সেই সঙ্গে কিপিংয়েও দক্ষতা দেখাতে পারছেন না। এরপর ডিআইএসে একের পর এক ভুল!

  • |
Google Oneindia Bengali News

ক্রাইসিস পিরিয়ড! হ্যাঁ, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ঋষভ পন্থ। ব্যাটে রান নেই, সেই সঙ্গে কিপিংয়েও দক্ষতা দেখাতে পারছেন না। এরপর ডিআরএসে একের পর এক ভুল!

বাংলাদেশের বিরুদ্ধে অগ্নিপরীক্ষার সিরিজে ফেল করায় ডিসেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখন প্রথম একাদশে ঋষভ সুযোগ পাবেন কিনা সন্দেহ রয়েছে। এমন পরিস্থিতিতে পন্থের পাশে দাঁড়ালেন আইপিএল দলের দিল্লি ক্যাপিটালসের ট্যালেন্ট হান্টার তথা দেশের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ আমরে।

পন্থের জন্য মোটিভিশন খুঁজে দিলেন আমরে

পন্থের জন্য মোটিভিশন খুঁজে দিলেন আমরে

এখন পরিস্থিতি কঠিন হলেও পন্থকে হাল ছাড়তে মানা করছেন আমরে। তিনি বলেন, ২০১৯-র আইপিএল থেকে ওর শিক্ষা নেওয়া উচিত। ও যখন শেষ মরসুমের আইপিএল খেলতে এসেছিল, একই রকম ভাবে ওর পারফর্ম্যান্স নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে একেবারেই রানের ছন্দে ছিল না। সেখান থেকেই আইপিএলে সফল হয়েছে।'

উনিশের আইপিএলে দিল্লির দ্বিতীয় সর্বোচ্চ রান মেকার

উনিশের আইপিএলে দিল্লির দ্বিতীয় সর্বোচ্চ রান মেকার

প্রবীণ আরও বলেছেন, 'এটাই তো এই মুহূর্ত ওর মোটিভেশন হতে পারে। উনিশের আইপিএল খেলে দিল্লির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহক হয়েছিল। জাতীয় দলে ধারাবাহিকভাবে খারাপ খেলে যখন ক্লাবে যোগ দেয় তখন কোচ পন্টিং ওকে ওর মতো খেলার সুযোগ দিয়েছিল।ওকে বোঝানো হয়েছিল, ভালো খেলতে গেলে ছোট ছোট পদক্ষেপে ইনিংস ভাঙতে শিখতে হবে। অল্প রানের টার্গেট সেট করে এগোলে, তবেই ধারাবাহিকভাবে ব্যাটে সাফল্য পাবে। '

প্রসঙ্গত দিল্লি ক্যাপিটালসের হয়ে ২০১৯ আইপিএলে ১৬ ম্যাচ খেলে ৪৮৮ রান করেছিলেন পন্থ। সর্বোচ্চ ছিল ৭৮ * রান।তিনটি হাফ সেঞ্চুরি, ১৮টি ক্যাচ ও ৬টি স্টাম্পিং করেছিলেন।

বিরাট-রোহিতের সঙ্গে তুলনা

বিরাট-রোহিতের সঙ্গে তুলনা

সেই সঙ্গে পন্থকে বিরাট কোহলি ও রোহিতের সঙ্গেও তুলনা করলেন প্রবীণ আমরে। নিজের মন্তব্যে তিনি বলেছেন, 'পন্থের টাইমিংও বিরাট-রোহিতের মতোই ভালো। শুধু এই মুহূর্তে ওর টাইমিংটা সঠিক হচ্ছে না। অভিজ্ঞতার অভাবে বারেবারে ফোকাস হারাচ্ছে। আক্রমণাত্মক নাকি ধীরে চলো, কোন নীতিতে এগোলে ওর পক্ষে ভালো এই দ্বন্দ্বে ভুগছে।'

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পন্থের সংগ্রহ

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পন্থের সংগ্রহ

সিরিজের দুই টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে সুযোগ পেয়ে পন্থ ৩৩ রান জুড়েছেন। মিডল অর্ডারে খুব একটা আশা দেখাতে পারছেন না ঋষভ।

English summary
Rishabh Pant is like Virat Kohli and Rohit Sharma says Pravin Amre
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X