For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাফল্যের জন্য ধোনি-কোহলি নয়, সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেন ধন্যবাদ জানালেন তরুণ তুর্কি

সাফল্যের জন্য ধোনি-কোহলি নয়, সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেন ধন্যবাদ জানালেন তরুণ তুর্কি

  • |
Google Oneindia Bengali News

আইপিএল কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া সিজনের জন্য ধোনি-কোহলিকে নয় দেশের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তরুণ তুর্কি ঋষভ পন্থ।

 সেরা আইপিএল

সেরা আইপিএল

২০১৮ সালের আইপিএল ঋষভ পন্থের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলা দেশের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান এমনটাই মনে করছেন। দুবছর আগে আইপিএলের ঐ সিজনের চোখধাঁধানো পারফরম্যান্সের বিচারেই পন্থ জাতীয় দলে সুযোগ পান। ওই মরশুমে ১৪ ম্যাচে পন্থ ৬৮৪ রান করেছিলেন। পন্থের ব্যাটিং গড় ৫২.৬১ ও স্ট্রাইক রেট ১৫৮.৪১ ছিল।

দিল্লি ক্যাপিটালসের হয়ে নজির

দিল্লি ক্যাপিটালসের হয়ে নজির

২০১৮ সালে পন্থ ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি করেছিলেন। সর্বোচ্চ ১২৮ নটআউট। আইপিএলে কোনও একটি মরশুমে দিল্লি ক্যাপিটালসের কোনও ব্যাটসম্যানের এটাই সর্বাধিক রান( ৬৮৪ রান) ছিল।

সৌরভকে কৃতত্ব দিলেন পন্থ

সৌরভকে কৃতত্ব দিলেন পন্থ

করোনা থাবা ক্রিকেট বন্ধ। এখন তাই ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে ক্রিকেট নিয়ে প্রাক্তন-বর্তমান ক্রিকেটাররা আড্ডা দিচ্ছেন। এই পরিস্থিতিতে
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে পন্থ তাঁর সাফল্যের কারণও জানিয়েছেন। দিল্লি ক্যাপিটালস দলের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য সেই মরসুমে তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন বলে পন্থ জানিয়েছেন।

মহারাজকে নিয়ে যা বললেন পন্থ

মহারাজকে নিয়ে যা বললেন পন্থ

ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে বলেন, 'সৌরভ স্যার চাইতেন, আমি ভালো খেলি। তিনি আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন। সেগুলো অক্ষরে অক্ষরে মেনে চেলে সাফল্য পেয়েছি। সৌরভ স্যার স্বাভাবিক খেলা খেলতে উৎসাহ দিয়েছিলেন। নিজের স্বাভাবিক খেলা খেলার জন্যে অবাধ স্বাধীনতা দিয়েছিলেন। ওনার মোটিভেশনের জন্যে আইপিএল মরসুমটা দারুণ গিয়েছিল,যা থেকে পরে জাতীয় দলের হয়ে সুযোগ পাই।'

একনজরে পন্থের শেষ দুই আইপিএল

একনজরে পন্থের শেষ দুই আইপিএল

২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৪ ম্যাচে ৬৮৪ রান করার পর ২০১৯ সালে ১৬ ম্যাচে পন্থ ৪৮৮ রান করেন। সর্বোচ্চ ৭৮ নটআউট। ২০১৯ সালে পন্থ ৩টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

English summary
Rishabh Pant reveals advice from BCCI President Sourav Ganguly helps him in ipl
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X