For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুবির পরামর্শেই বিশ্বকাপে ৫ সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড রোহিতের

বিশ্বকাপের মাইলস্টোল ম্যান রোহিত শর্মা। প্রথম ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে পাঁচটি শতরান হাঁকিয়ে শনিবার বিশ্বরেকর্ড গড়লেন হিটম্যান।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের মাইলস্টোল ম্যান রোহিত শর্মা। প্রথম ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে পাঁচটি শতরান হাঁকিয়ে শনিবার বিশ্বরেকর্ড গড়লেন হিটম্যান। এর আগে এক বিশ্বকাপে চারটি শতরান হাঁকানোর নজির ছিল শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। তাঁকে টপকে রোহিতই এখন এক বিশ্বকাপের সবচেয়ে বেশি শতরানের মালিক। এই নজির গড়ে যুবরাজকে ধন্যবাদ দিলেন হিটম্যান। কিন্তু কেন?

যুবিকে কেন ধন্যবাদ দিচ্ছেন রোহিত?

বিশ্বকাপের আগে ২০১৯ আইপিএলের শুরুতে ব্যাটে রান ছিল না রোহিতের। সেসময় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিংয়ে সেভাবে বড় রান পাচ্ছিলেন না হিটম্যান। কঠিন সময়ে সতীর্থ যুবরাজ সিংয়ের সঙ্গে ব্যাটিং নিয়ে আলোচনা করেছিলেন রোহিত। সেখানেই ভারতীয় ওপেনারের কাছে নিজের কেরিয়ারের ছবিটা তুলে ধরেছিলেন যুবি।

রোহিতকে কী পরামর্শ দিয়েছিলেন যুবরাজ?

২০১১ বিশ্বকাপে আগে রোহিতের মতো সাময়িক সময়ের জন্য ফর্ম খুঁজছিলেন যুবরাজ। রোহিতের সামনে সেই উদাহরণ তুলে ধরেন যুবি। সঙ্গে যুবি এও জানান যে, বিশ্বকাপের আগে নিজের ফর্ম নিয়ে চিন্তায় ডুবলে আদতে তাঁর ব্যাটিংয়েরই ক্ষতি হবে। ফর্ম নিয়ে অহেতুক চিন্তা না বাড়িয়ে নিজের স্বাভাবিক ব্যাটিং চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ২০১১ বিশ্বকাপ জয়ী যুবরাজ সিং। আর সেই পরামর্শেই ইংল্যান্ডের মাটিতে ব্যাটে পাঁচ পাঁচটি শতরান রোহিতের।

বিশ্বকাপের শুরুর আগে সুপার ফ্লপ ছিলেন হিটম্যান

বিশ্বকাপের শুরুর আগেও রোহিতের ব্যাটিং দলকে চিন্তায় রেখেছিল। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২ রান ও বাংলাদেশের বিরুদ্ধে ১৯ রান করেছিলেন। যা সত্যিই বেশ চিন্তার ছিল। সেই রোহিতই বিশ্বকাপ শুরু হতে একেবারে অন্য মেজাজে পরের পর সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড করলেন।

বিশ্বকাপে রোহিতের বিশ্বরেকর্ড

শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়ছেন রোহিত। এর আগে ২০১৫ বিশ্বকাপে চারটি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড ছিল শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারার।

সচিনের রেকর্ড ছুঁলেন হিটম্যান

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান হাঁকিয়ে চলতি বিশ্বকাপের পঞ্চম সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন হিটম্যান। সেই সঙ্গে সচিন তেন্ডুলকরের বিশ্বকাপ রেকর্ড ছুঁলেন রোহিত শর্মা। বিশ্বকাপে সবচেয়ে বেশি ৬টি সেঞ্চুরি হাঁকানোর বিশ্বরেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের। শ্রীলঙ্কা ম্যাচে সেই বিশ্বরেকর্ড ছুঁলেন ভারতীয় দলের সহঅধিনায়ক। চলতি বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি ছাড়াও ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে শতরান রয়েছে হিটম্যানের। সব মিলিয়ে বিশ্বকাপে রোহিতের সেঞ্চুরি সংখ্যা এখন ৬টি।

English summary
Rohit Sharma 5 th century in CWC2019, reveals Yuvraj Singh advice helps to perform well in wc
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X