For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া সফরেই শিকে ছিঁড়তে পারে রোহিত শর্মার, নির্বাচকদের বিরুদ্ধে মুখ খুললেন বিজয়

অস্ট্রেলিয়ার সফরের জন্য রোহিত শর্মাকে ডাক পেতে পারেন। অন্যদিকে, মুরলি বিজয়ের অভিযোগ, দল থেকে বাদ পড়ার পরে নির্বাচকরা তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেননি।

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়া সফরের দলে নিজের জায়গা পাকা করার জন্য পৃথ্বী শ'য়ের হাতে মাত্র ২টো টেস্ট ছিল। তার প্রথম টেস্টের প্রথম ইনিংসেই তিনি শতরান করে দিয়েছেন। ফলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাদ পড়া শিখর ধাওয়ানের দলে ফিরে আসার সম্ভাবনা আরও কমেছে। তবে রোহিত শর্মার ভাগ্যের শিকেটা ছেঁড়ার সম্ভাবনা কিন্তু হারিয়ে যায়নি।

শিকে ছিঁড়তে পারে রোহিত শর্মার, মুখ খুললেন বিজয়

ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের খবর, অস্ট্রেলিয়া সফরেই ফের টেস্ট দলে ডাক পেতে পারেন তিনি। এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে ছিলেন রোহিত। তিনি একদিনের দলের সহঅধিনায়ক। কিন্তু টেস্ট দলে তাঁর জায়গা পাকা নয়। ভারতের হয়ে তিনি শেষ টেস্ট খেলেছেন এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে।

এশিয়া কাপে পারফর্ম করার পরও তাঁকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে না নেওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় বা হরভজনের মতো প্রাক্তন ক্রিকেটাররাও ক্ষোভ চেপে রাখেননি। তবে কিন্তু তাঁর বাদ পড়ার কারণ আছে। গত কয়েক মাসে তিনি কোনওরকম লাল বলের ক্রিকেট খেলেননি। দক্ষিণ আফ্রিকা সফরের পর তিনি ইংল্যআন্ড সফরে দল থেকে বাদ পড়েন। ঘরের মাঠে ভারত এ দলের জন্য তাঁকে বাছা হয়নি।

কাজেই মনে করা হয়েছিল টেস্টে দলের দরজা তাঁর সামনে বন্ধই হয়ে গিয়েছে। কিন্তু এখন শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া সফরে তাঁকে দলে নেওয়া হতে পারে। কারণ এই ভারতের এখনকার ব্যাটসম্যানদের মধ্যে বাউন্সে ভরা পিচে ভাল শট নিতে পারেন যাঁরা, তাঁদের অন্যতম রোহিত শর্মা। তাঁর এই ক্ষমতার জন্যই অস্ট্রেলিয়া সফরের দলে তাঁর আরও একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে।

এদিকে এবার নির্বাচক কমিটির বিরুদ্ধে মুখ খুললেন ভারতের আরেক বাদ পড়া ক্রিকেটার মুরলী বিজয়ও। ইংল্যান্ডে তিন টেস্টের পর তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাঁকে দলে রাখা হয়নি। তিনি জানিয়েছেন বাদ পড়ার পর টিম ম্যানেজমেন্টের এক সদস্য শুধু মাত্র তাঁকে বাদ পড়ার খবরটা দিয়েছিল। আর কেউ তাঁকে কিছু জানাননি।

তিনি বলেন, 'একজন খেলোয়াড়কে জানানো উচিত কেন তাকে বাদ দেওয়া হল। তাহলে সে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের পরিকল্পনায় কোথায় আছে সেই সম্পর্কে একটা ধারণা করতে পারে। তাছাড়া এক বা দুটি ম্যাচের চেয়ে বেশি সুযোগ দেওয়া উচিত খেলোয়াড়দের। তাহলে আরও ভালভাবে পরিকল্পনা করা যায়। দলে আছি জানলে নিজের সম্পর্কে অনেক সন্দেহ দূর হয়ে যায়। যা দলেরই কাজে লাগে।'

English summary
Rohit Sharma could be recalled for Australia tour. On the other hand, Murli Vijay alleged that selectors didn't communicate with him after being dropped from the team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X