For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দশ বছরে দুর্দান্ত রোহিত শর্মা, দেখে নেওয়া যাক পরিসংখ্যান

২০১০ থেকে ২০১৯। দশ বছরে পাল্টে গিয়েছে ভারতীয় ক্রিকেট। বেশি কিছু মহীরুহের শেষ অধ্যায় দেখেছে এই দশক। পাশাপাশি বেশ কিছু নতুন ক্রিকেটার টিম ইন্ডিয়ার তারকায় পরিণত হয়েছেন। তাঁদেরই মধ্যে অন্যতম রোহিত শর্মা।

  • |
Google Oneindia Bengali News

২০১০ থেকে ২০১৯। দশ বছরে পাল্টে গিয়েছে ভারতীয় ক্রিকেট। বেশি কিছু মহীরুহের শেষ অধ্যায় দেখেছে এই দশক। পাশাপাশি বেশ কিছু নতুন ক্রিকেটার টিম ইন্ডিয়ার তারকায় পরিণত হয়েছেন। তাঁদেরই মধ্যে অন্যতম রোহিত শর্মা। গত দশ বছরে যার নামের পাশে জড়িয়ে গিয়েছে রেকর্ড।

ওয়ান ডে-তে দ্বিশতরান

ওয়ান ডে-তে দ্বিশতরান

এখনও পর্যন্ত আট জন ব্যাটসম্যান ওয়ান ডে-তে দ্বিশতরান করেছেন। তাঁর মধ্যে তিন বার এই নজির গড়েছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। ২০১৩ সালে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৫০ ওভারের ক্রিকেটে প্রথম দ্বিশতরান করেন হিটম্যান। ২০৯ রান আসে তাঁর ব্যাট থেকে। ২০১৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের দ্বিতীয় ওয়ান ডে দ্বিশতরান পান রোহিত। করেন ২৬৪ রান। পাঞ্জাবের মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৭ সালে ২০৮ রান করেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক।

৪টি টি-টোয়েন্টি শতরান

৪টি টি-টোয়েন্টি শতরান

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে চারটি শতরান রয়েছে রোহিত শর্মার। ২০১৫ সালে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৬ রান করেন রোহিত। ২০১৭ সালে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে হিটম্যানের ব্যাট থেকে ১১৮ রান আসে। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লখনৌ-র একানা স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার জার্সিতে টি-টোয়েন্টিতে যথাক্রমে ১০০ ও ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন রোহিত। ভারতের আর কোনও ব্যাটসম্যানের টি-টোয়েন্টিতে এতগুলি শতরানের রেকর্ড নেই।

৪১০টি ছক্কা

৪১০টি ছক্কা

ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক আঙিনায় ৪১০টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। ভারতীয়দের মধ্যে তা সর্বোচ্চ।

বিশ্বকাপে সর্বাধিক শতরান

বিশ্বকাপে সর্বাধিক শতরান

ইংল্যান্ড বিশ্বকাপে ৫টি শতরান হাঁকান রোহিত শর্মা। টুর্নামেন্টের ইতিহাসে যা রেকর্ড। সবমিলিয়ে এই দশকে দুটি বিশ্বকাপ খেলা রোহিত ৬টি শতরান করেছেন।

পাঁচ বার আইপিএল

পাঁচ বার আইপিএল

খেলোয়াড় হিসেবে পাঁচ বার (মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে চার) আইপিএল ট্রফি জিতেছেন রোহিত শর্মা। টুর্নামেন্টের ইতিহাসে এমন নজির অন্য কোনও ক্রিকেটারের নেই।

অনেক পিছিয়ে বিরাট

অনেক পিছিয়ে বিরাট

উপরোক্ত সবকটি বিভাগেই টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে টপকে গিয়েছেন সহ-অধিনায়ক রোহিত শর্মা। প্রতিক্ষেত্রেই হিটম্যানের থেকে বেশি খানিকটা পিছিয়ে ভিকে।

English summary
Rohit Sharma has gone past through a great year in 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X