For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্ট ও ওয়ান ডে-তে দ্বিশতরান করা তৃতীয় ভারতীয় রোহিত, ছুঁলেন সচিন ও শেহবাগকে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচি টেস্টে, লাল বলের ক্রিকেট কেরিয়ারের প্রথম দ্বিশতরান পেলেন রোহিত শর্মা।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচি টেস্টে, লাল বলের ক্রিকেট কেরিয়ারের প্রথম দ্বিশতরান পেলেন রোহিত শর্মা। একই সঙ্গে তিনি এমন এক ক্লাবের সদস্য হলেন, যেখানে আগে থেকেই বসে আছেন মাস্টার সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র শেহবাগ।

টেস্টে প্রথম দ্বিশতরান

টেস্টে প্রথম দ্বিশতরান

৫০ ওভারের ক্রিকেটে তিনটি দ্বিশতরানের মালিক রোহিত শর্মা, এতদিন টেস্টে ২০০ টপকাতে পারেননি। রাঁচি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই নজিরও ছুঁয়ে ফেললেন। ২৪৪ বল খেলে দ্বিশতরান হাসিল করেন রোহিত। টেস্টে তাঁকে ওপেনে নামানো নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছিলেন, তাঁদের মোক্ষম জবাবও দিলেন হিটম্যান।

ওয়ান ডে ও টেস্টে দ্বিশতরান

ওয়ান ডে ও টেস্টে দ্বিশতরান

একদিনের ক্রিকেটে তিনটি দ্বিশতরান রয়েছে রোহিত শর্মার। ২৬৪ তাঁর সর্বোচ্চ। এবার টেস্টেও দ্বিশতরান করে একটি বৃত্ত সম্পন্ন করলেন হিটম্যান। তৃতীয় ভারতীয় হিসেবে ক্রিকেটের দুই ফর্ম্যাটে দ্বিশতরান করার নজির গড়লেন মুম্বইকর।

সচিন ও শেহবাগের পর

সচিন ও শেহবাগের পর

এতদিন ভারতীয়দের মধ্যে টেস্ট ও একদিনের ক্রিকেটে দ্বিশতরান করা ক্লাবের সদস্য ছিলেন মাস্টার সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র শেহবাগের। তাঁদের পাশে এবার রোহিত শর্মার নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

পঞ্চম ভারতীয় হিসেবে ৫০০

পঞ্চম ভারতীয় হিসেবে ৫০০

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে তিনটি শতরান সহ ৫০০-র ওপর রান করেছেন রোহিত শর্মা। লেজেন্ড ভিনু মানকড়, বুধি কুন্দেরান, সুনীল গাভাস্কর ও বীরেন্দ্র শেহবাগের পর পঞ্চম ভারতীয় হিসেবে ওপেনে নেমে এই নজির গড়লেন তিনি।

রোহিতের ২১২

রোহিতের ২১২

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ২৫৫ বলে ২১২ রান করে আউট হন রোহিত শর্মা। তাঁর ব্যাট থেকে ইনিংসে ২৮টি চার ও ৬টি ছক্কা আসে।

English summary
Rohit Sharma hits his first double hundred in test cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X