For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিটম্যান থেকে রেকর্ড ম্যান, এক বিশ্বকাপের শতরানে সাঙ্গাকে টপকালেন রোহিত

হিটম্যান থেকে রেকর্ড ম্যান, এক বিশ্বকাপের শতরানে সাঙ্গাকে টপকালেন রোহিত

  • |
Google Oneindia Bengali News

রোহিত রেকর্ড ম্যান। রান মেশিন বললেই বা ক্ষতি কী!

ইংল্যান্ড বিশ্বকাপে যে খেলাটা তিনি দেখাচ্ছেন, তা নিঃসন্দেহে টুর্নামেন্টের ইতিহাসে সেরা। পরপর ইংল্যান্ড, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান হাঁকালেন শুধু নয়, এমন এক রেকর্ডের মালিক হলেন যে তা ভাঙতে যে কোনও খেলোয়াড়কে বিস্তর কাঠখড় পোড়াতে হবে।

হিটম্যান থেকে রেকর্ড ম্যান, এক বিশ্বকাপের শতরানে সাঙ্গাকে টপকালেন রোহিত

বাংলাদেশের বিরুদ্ধে গত ম্যাচে শতরান করে এক বিশ্বকাপে চার বার তিন অঙ্কের ঘরে পৌঁছে স্বদেশী সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকেছিলেন রোহিত শর্মা। স্পর্শ করেছিলেন শ্রীলঙ্কান লেজেন্ড কুমার সাঙ্গাকারাকে। সেই প্রতিবেশী দেশের বিরুদ্ধেই চলতি বিশ্বকাপে নিজেদের শেষ লিগের ম্যাচে ভারতকে অনায়াস জয় উপহার দিলেন রোহিত শর্মাই। এই ম্যাচ নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপে মোট পাঁচটি শতরান হাঁকিয়ে মহান সাঙ্গাকারাকেও টপকে গেলেন মুম্বইকর।

বিশ্বকাপে আরও একটি ম্যাচ (সেমিফাইনাল) অন্তত খেলবে ভারত। সেই ম্যাচে রোহিত ধামাকা অব্যাহত থাকলে তিনি ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন বলেই মনে করছেন পরিসংখ্যানবিদরা। ইংল্যান্ড বিশ্বকাপে এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৬৪৭ রান সংগ্রহ করেছেন রোহিত। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় হিটম্যানের সঙ্গে টক্করে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৬৩৮ রান)। তৃতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের (৬০৬) বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।

একই সঙ্গে এক বিশ্বকাপে (২০০৩) সর্বোচ্চ ৬৭৩ রান করার যে রেকর্ড সচিন তেন্ডুলকরের রয়েছে, রোহিতের ব্যাট তা অক্ষত থাকতে দেবে কিনা, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এই তালিকায় সচিনের পরেই রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ-হাতি দীর্ঘদেহী ম্যাথু হেডেন। ২০০৭-র বিশ্বকাপে সর্বোচ্চ ৬৫৯ রান বানিয়েছিলেন তিনি।

English summary
Rohit Sharma hits new record, cross Kumar Sangakara in World Cup century.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X