For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটবলার না হয়েও লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসেডর রোহিত শর্মা, ইতিহাসে প্রথমবার

ফুটবলার না হয়েও লা লিগার ব্র্য়ান্ড অ্যাম্বাসেডর রোহিত শর্মা, ইতিহাসে প্রথমবার

  • |
Google Oneindia Bengali News

স্পেনের বিখ্যাত লা লিগার ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। এই সম্মান পেয়ে তিনি আপ্লুত বলে জানিয়েছেন হিটম্যান। দেশের ফুটবলের উন্নতি চান মনপ্রাণ দিয়ে। দেশের ফুটবল অনুরাগীদের সঙ্গে জুড়তেও চান রোহিত শর্মা।

২০১৭ থেকে শুরু

২০১৭ থেকে শুরু

২০১৭ সাল থেকে ঘুমন্ত দৈত্য ভারতের বাজার ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে বিশ্বের অন্যতম জনপ্রিয়, স্পেনের বিখ্যাত লা লিগা টুর্নামেন্ট। এ দেশেও তৈরি করা হয়েছে লা লিগার ব্র্যান্ড, খোলা হয়েছে দফতর। ইতিমধ্যে লা লিগা ফুটবল স্কুলও তৈরি হয়েছে ভারতে।

অ্যাম্বাসেডর রোহিত

অ্যাম্বাসেডর রোহিত

ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তের অন্যতম তারকা রোহিত শর্মাকেই তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বেছেছে লা লিগা। হিটম্যানের জনপ্রিয়তা, ভক্তসংখ্যা বিচার করেই তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে বলে লা লিগার তরফে জানানো হয়েছে। একাধারে রোহিত লা লিগার ভক্ত বলেও দাবি করা হয়েছে। বিশ্বে রোহিতই প্রথম, যিনি ফুটবলের না হয়েও লা লিগের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হলেন।

আপ্লুত রোহিত

আপ্লুত রোহিত

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পেনের লা লিগার তরফে এমন সম্মান পেয়ে তিনি আপ্লুত বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। লা লিগার হাত ধরে ভারতীয় ফুটবলের উন্নতি দেখতে চান হিটম্য়ান। তা সম্ভব বলেও মনে করেন রোহিত।

ভারতীয় ফুটবলের উন্নতি

ভারতীয় ফুটবলের উন্নতি

রোহিত শর্মার মতে, গত পাঁচ বছরে অনেকটাই এগিয়েছে ভারতীয় ফুটবল। এই খেলার সঙ্গে যুক্ত দেশের সব সংস্থাকে এর জন্য ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক।

ধোনি সেরা

ধোনি সেরা

এক প্রশ্নের উত্তরে রোহিত শর্মা মজার ছলে বলেছেন, ভারতীয় ক্রিকেট দলেও বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছেন। তাঁদের মধ্যে তালিকার শীর্ষে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনিকে বেছেছেন হিটম্যান।

English summary
Rohit Sharma is first ever non-footballer brand ambassador of La Liga
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X