For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ত্রী ও মেয়ে সঙ্গে সেই মুহূর্তগুলো মিস করছি! লকডাউনের মাঝে কেন এমন বললেন রোহিত?

স্ত্রী ও মেয়ে সঙ্গে সেই মুহূর্তগুলো মিস করছি! লকডাউনের মাঝে কেন এমন বললেন রোহিত?

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণে কারণে লকডাউনে গৃহবন্দি ক্রিকেট দুনিয়া। খেলার জগৎ এখন পুরোপুরি বন্ধ রয়েছে। বাইশ গজে ফের কবে বল গড়াবে তার ঠিক নেই। করোনার জন্য আগামী আরও কয়েক সপ্তাহ দেশে এমন লকডাউন চলবে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় স্ত্রী-মেয়ের সঙ্গে বিশেষ মুহূর্তগুলো মিস করছেন বললেন রোহিত শর্মা।

কোন মুহূর্ত মিস করছেন রোহিত

ক্রিকেটের বাইরে ঘুরতে যাওয়া নিয়ে রোহিত বেশ আবেগপ্রবণ। ইন্টারনেট ঘেঁটে সব ডিটেলস নিয়ে রোহিত ঘুরতে যাওয়ার ঠিক করেন। এরপর ক্রিকেট থেকে কয়েক দিনের ছুটি পেলেই স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। ক্রিকেট বাদ দিলে এটা রোহিতের অন্যতম হবি। লকডাউনে সেই মার্চ মাস থেকে ঘরে বন্দি। করোনা রুখতে লকডাউন জরুরী। তাই ভাইরাসের উদ্বেগের কারণে ঘরেই থাকতে চান বলে জানিয়েছেন। কিন্তু বাইরের সুন্দর প্রকৃতি আর স্ত্রী-মেয়েকে সঙ্গে ঘুরতে যাওয়ার আনন্দ মিস করছেন, ইনস্টাগ্রামে একথা জানাতে ভুললে না হিটম্যান।

লকডাউনে রোহিতের সময় কীভাবে কাটছে

মেয়ের সঙ্গে বেশি করে সময় কাটাচ্ছেন রোহিত। ব্যস্ত ক্রিকেটসূচির কারণে মেয়েকে খুব বেশি সময় দিতে পারেন না। এখন অবশ্য ভারতীয় ক্রিকেটারের হাতে অফুরন্ত সময়। তাই মেয়ের সঙ্গে কখনও খেলায় মাতছেন, কখনও আবার মেয়েকে কোলে নিয়ে সারাদিন ঘোরার পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছেন। এভাবেই লকডাউন এনজয় করছেন রোহিত।

ইনস্টাগ্রামে আড্ডা

পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি ইনস্টাগ্রামে যুবি সঙ্গে কখনও বা চাহালের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন রোহিত।

ফিটনেস

রোহিত খুব একটা জিম ম্যান নয়, তবে ফিটনেস নিয়ে সচেতন। তাই এই লকডাউনেও রোজ শরীর চর্চা করছেন। সেই ছবি পোস্ট করে অন্যদেরও শরীরের যত্ন নিতে বলেছেন হিটম্যান।

করোনা লকডাউনে জিভার মুখে হাসি ফোটাতে যা করলেন ধোনিকরোনা লকডাউনে জিভার মুখে হাসি ফোটাতে যা করলেন ধোনি

English summary
Rohit Sharma missing travelling with Ritika Sajdeh and Samaira during Covid-19 lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X