For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভেঙে পড়তে নারাজ 'হিটম্যান ' রোহিত, শিক্ষা নিয়েছেন ভুল থেকে

বিরাট ছুটিতে , দায়িত্বে রোহিত, প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল দল। তবে ভেঙে পড়তে নারাজ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারতীয় দলের হতশ্রী পারফরম্যান্স। নানাদিকে সরব সমালোচকরা। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগেই ধরমশালায় সিম পজিশন নড়ায় নড়ে গেছে গোটা দল। বিরাটের অবর্তমানে দায়িত্ব প্রাপ্ত অধিনায়ক ভুল- ত্রুটি মেনে নিয়েছেন। কোনও রকম অজুহাতের ঢাল খাড়া করেননি 'হিটম্যান' রোহিত শর্মা। তাঁর সাফ কথা দলের প্রত্যাশামানের চেয়ে অনেক কম পারফর্ম করাতেই হারতে হয়েছে।

ভেঙে পড়তে নারাজ 'হিটম্যান ' রোহিত, শিক্ষা নিয়েছেন ভুল থেকে

[আরও পড়ুন:বিশ্বমঞ্চে মিতালি-ঝুলনদের লড়াইয়ের কাহিনি, যা বিশেষ করে রাখবে ২০১৭ কে ]

রোহিত বলেছেন, 'আমাদের ব্যাটিং একেবারেই ভাল হয়নি। আরও ৭০-৮০ রান যোগ করতে পারলে ম্যাচের ফল অন্য হতে পারত।' দক্ষিণ আফ্রিকা সফরের আগে সবুজ উইকেটে খেলার সিদ্ধান্ত ছিল টিম ম্যানেজমেন্টেরই। ধরমশালার গ্রিন টপ আর ভিজে আবহাওয়ায় শ্রীলঙ্কার লাকমল কচুকাটা করেছেন ভারতীয় ব্যাটিংকে। ১১২ রানে অলআউট হয় দলে যেখানে মহেন্দ্র সিং ধোনি একাই ৬৫। রান তারা করতে নেমে ২০ ওভার ৪ বলেই হাতে ৭ উইকেট রেখে জয় শ্রীলঙ্কার। এই লজ্জাজনক হারের পর ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, 'ধরমশালা ম্যাচ আমাদের চোখ খুলে দিয়েছে।'

ভেঙে পড়তে নারাজ 'হিটম্যান ' রোহিত, শিক্ষা নিয়েছেন ভুল থেকে

এদিকে তাসের ঘরের মতো দল ভেঙে পড়ছে যখন তখন একা কুম্ভের মত ভারতের সম্মান রক্ষা করেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়কের ব্যাটিংয়ের প্রশংসা করে রোহিত বলেছেন, 'আমি ধোনির পারফরম্যান্সে অবাক নই। উনি জানেন কীভাবে এই পরিস্থিতিতে ব্যাট করতে হয়। ওঁর সঙ্গে আরও একজনের ব্যাট করলেই স্কোর বড় পার্থক্য হতে পারত।'

English summary
Rohit Sharma reveals that team has underperfomed in the first oneday against Sri Lanka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X