For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ বছর আগের ১৩ ডিসেম্বর কী নজির গড়েছিলেন রোহিত শর্মা, জানাল আইসিসি

২ বছর আগের ১৩ ডিসেম্বর কী নজির গড়েছিলেন রোহিত শর্মা, জানাল আইসিসি

  • |
Google Oneindia Bengali News

চার বছর আগের ১৩ ডিসেম্বর রিতিকা সাজদেহ-র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতের সহ অধিনায়ক রোহিত। ঠিক তার দুই বছর পর একই দিনে ওয়ান ডে-তে তৃতীয় দ্বিশতরানের মালিক হয়ে এক অনন্য নজিরের মালিক হয়েছিলেন হিটম্যান। সেই ইনিংসটি স্মরণ করেছে আইসিসি।

আলমগঞ্জের মন্ডপ

আলমগঞ্জের মন্ডপ

বর্ধমানের সেরা পুজো গুলির মধ্যে অন্যতম হল আলমগঞ্জের পুজো। বিশাল আকৃতির পাখির আদলে তৈরি হয়েছে আলমগঞ্জের মন্দিরটি। এখানে আলোক সজ্জা এবং মন্ডপ সজ্জা বিশেষভাবে নজর কাড়বে আপনার।

২০১৭ সালের ১৩ ডিসেম্বর

২০১৭ সালের ১৩ ডিসেম্বর

২০১৭ সালের ১৩ ডিসেম্বর পাঞ্জাবের মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্য়াচে মুখোমুখি হয়েছিল ভারত। ওই ম্যাচে দেশের হয়ে ওপেন করতে নেমে ১৫৩ বলে ২০৮ রান করেছিলেন রোহিত শর্মা। বিধ্বংসী ওই অপরাজিত ইনিংসে ১৩টি চার ও ১২টি ছক্কা হাঁকিয়েছিলেন হিটম্যান।

আলমগঞ্জের প্রতিমা

আলমগঞ্জের প্রতিমা

আলমগঞ্জের মাতৃ প্রতিমা অধুনিকত্বের ছোঁয়ায় সাজানো হয়েছে।

আইসিসি-র পোস্ট

মোহালিতে রোহিত শর্মার ব্যাট থেকে আসা ওই ইনিংসটিকে স্মরণ করেছে আইসিসি। টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

লাল্টু স্মৃতি সংঘ মন্ডপ

লাল্টু স্মৃতি সংঘ মন্ডপ

বর্ধমান শররের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম হল লাল্টু স্মৃতি সংঘের পুজো। এবারে লাল্টু স্মৃতি সংঘের মন্ডপটি একটি শষ্য গোলার আদলে তৈরি হয়েছে।

প্রথম দুটি দ্বিশতরান

প্রথম দুটি দ্বিশতরান

২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ওয়ান ডে-তে নিজের প্রথম দ্বিশতরান পান রোহিত শর্মা। ওই ম্যাচে ২০৯ রান করেছিলেন হিটম্যান। ২০১৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় দ্বিশতরান করেছিলেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। সেই ম্যাচে ২৬৪ রান এসেছিল তাঁর ব্যাট থেকে।

লাল্টু স্মৃতি সংঘ প্রতিমা

লাল্টু স্মৃতি সংঘ প্রতিমা

এবারে লাল্টু স্মৃতি সংঘের প্রতিমায় তেমন অধুনিকত্ব দেখা না গেলেও অপরূপ মাতৃ মূর্তি আপনার নজর কাড়বে ।

টেস্টেও দ্বিশতরান

টেস্টেও দ্বিশতরান

দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার জার্সিতে প্রথমবার ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা। তৃতীয় তথা রাঁচি টেস্টে ২১২ রানের অনবদ্য ইনিংস খেলেন হিটম্যান।

পদ্মশ্রী সংঘ মন্ডপ

পদ্মশ্রী সংঘ মন্ডপ

বর্ধমান জেলার সেরা মন্ডপ সজ্জার দিক থেকে এগিয়েপদ্মশ্রী সংঘ। মন্দিরের আদলে এখালের মন্ডপটি তারি করা হয়েছে।

পদ্মশ্রী সংঘ প্রতিমা

পদ্মশ্রী সংঘ প্রতিমা

পদ্মশ্রী সংঘের প্রতিমা অধুনিকত্বের ছোঁয়ায় অপরূপ।

সর্বমিলন সংঘ মন্ডপ

সর্বমিলন সংঘ মন্ডপ

খুব বেশি দিনের পুরনো পুজো না হলেও সর্বমিলন সংঘের পুজো বেশ জনপ্রিয়। পুজোর প্রথম দিন থেকই এখানে উৎসাহী জনতার ভিড় লক্ষ্য করা গিয়েছে।

সর্বমিলন সংঘের প্রতিমা

সর্বমিলন সংঘের প্রতিমা

সর্বমিলন সংঘের দেবী মূর্তি সত্যিই অনন্য। প্রতিমা সজ্জায় অধুনিকতা চোখে পড়ার মতো।

বড়শুল ইয়ং ম্যান অ্যাসোসিয়েশনের মন্ডপ

বড়শুল ইয়ং ম্যান অ্যাসোসিয়েশনের মন্ডপ

প্রাচীন সভ্যতার ইতিহাস, বড়শুল ইয়ং ম্যান অ্যাসোসিয়েশের মন্ডপে ফুটিয়ে তোলা হয়েছে।

বড়শুল ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন প্রতিমা

বড়শুল ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন প্রতিমা

মন্ডপ সজ্জার পাশাপাশি বড়শুল ইয়ং ম্যান অ্যাসোসিয়েশনের প্রতিমা আপনার নজর কাড়বেই। নটরাজ মূর্তির আদলে তৈরি এখানের দেবী প্রতিমা সত্যিই অপরূপ।

English summary
Rohit Sharma smashed 3rd ODI double ton on this day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X