For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেট মাঠ ভরা দর্শক কেন প্রয়োজন, জানালেন রোহিত শর্মা, বললেন এই কথা

ক্রিকেট মাঠ ভরা দর্শক কেন প্রয়োজন, জানালেন রোহিত শর্মা, বললেন এই কথা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে দেশে বন্ধ রয়েছে ক্রিকেট। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। এই কঠিন পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আদৌ আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়েও দ্বিধায় পড়েছে আইসিসি। এই দুর্দিনে দর্শকশূন্য স্টেডিয়ামে ক্রিকেট চালু করার সম্ভাবনা তৈরি হয়েছে। এই ইস্যুতে নিজের মতামত জানালেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা।

শপথ নিয়েছেন পলানিস্বামী

শপথ নিয়েছেন পলানিস্বামী

কে পলানিস্বামী বৃহস্পতিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাঁর সঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রিসভার ৩১ জন সদস্য। গত তিনমাসে এই নিয়ে তিনবার মুখ্যমন্ত্রী বদল হল তামিলনাড়ুতে। জে জয়ললিতার মৃত্যুর পরে ও পন্নিরসেলবম ও এখন পলানিস্বামী।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বের ২১৩টি দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ৮৪ লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে চার লক্ষেরও বেশি মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষ ৬০ হাজার পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ১২ হাজারেরও বেশি মানুষ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া সহ অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশেও প্রভাব বিস্তার করেছে করোনা ভাইরাস।

প্রতিপক্ষ পন্নিরসেলবম

প্রতিপক্ষ পন্নিরসেলবম

এই মুহূর্তে পলানিস্বামীর সবচেয়ে বড় প্রতিপক্ষ একসময়ের এআইএডিএমকে সতীর্থ পন্নিরসেলবম। তিনি শশীকলার বিরোধিতা করেছেন। এবং এখনও পর্যন্ত তাঁর দখলে ১১ জন বিধায়ক রয়েছেন। পন্নিরের আরও দাবি পলানিস্বামী শিবিরের ১০ জন বিধায়ক গোপনে তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি বছর আদৌ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও মহামারীর কারণে তা পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা ক্রিকেট মহলের।

বিরোধিতা ডিএমকে-র

বিরোধিতা ডিএমকে-র

বিরোধী শিবিরের ডিএমকে বিধায়কদের ৮৯ জনের মধ্যে ৮৮জন পলানিস্বামীর বিরুদ্ধে এদিন বিধানসভায় ভোট দেবেন। অসুস্থ থাকায় এমকে করুণানিধি আস্থা ভোটে অংশগ্রহণ করতে আসতে পারবেন না।

নাছোড় বিসিসিআই

নাছোড় বিসিসিআই

করোনা ভাইরাসের আবহেই চলতি বছর আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে এ ব্যাপারে ইতিবাচক কথা শুনিয়েছেন। বলেছেন, প্রয়োজনে দর্শকশূন্য স্টেডিয়ামে বসবে আইপিএলের আসর। তা শুনে আশ্বস্ত হয়েছেন ক্রিকেটার ও ক্রিকেট প্রেমীরা।

বিপক্ষে কংগ্রেস-ও

বিপক্ষে কংগ্রেস-ও

কংগ্রেসের ৮ জন বিধায়ক নিজেদের সিদ্ধান্তের কথা জানায়নি। বলেছে পার্টি হাইকম্যান্ডের নির্দেশ মেনে কাজ করবেন তাঁরা। তবে সম্ভবত পলানিস্বামীর বিরুদ্ধেই ভোট দেবেন সকলে। আর এদিকে ইন্ডিয়ান ইউনিয়ন অব মুসলিম লিগ বা আইইউএমএল-এর একজন সদস্য ভোট দেওয়ার জন্য রয়েছেন।

কী বললেন রোহিত

কী বললেন রোহিত

মহামারীর আবহে আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে আশাবাদী টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। জানিয়ছেন, তিনি দুই টুর্নামেন্টই খেলতে মুখিয়ে রয়েছে। আইপিএল আয়োজন করতে বিসিসিআই যে ততপরতা দেখাচ্ছে, তার প্রশংসাও করেছেন হিটম্যান। তবে ফাঁকা মাঠে ক্রিকেট খেলা যে বেশ কষ্টকর, তা জানাতেও ভোলেননি রোহিত। তাঁর কথায়, মাঠ ভর্তি দর্শক ক্রিকেটারদের ভালো পারফরম্যান্সের অনুঘটক। সেই উন্মাদনা এবং ভালোবাসা ছাড়া কীভাবে ক্রিকেট সম্ভব, তা বুঝেই উঠতে পারছেন না টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক।

জেতার মতো সংখ্যা রয়েছে পলানিস্বামীর

জেতার মতো সংখ্যা রয়েছে পলানিস্বামীর

এই মুহূর্তে পলানিস্বামীর কাছে ১২২ জন বিধায়ক রয়েছেন। এর মধ্যে ৬ জন বিধায়ক বিরুদ্ধে ভোট করলেই খেলা ঘুরে যাবে। তাহল আর আস্থা ভোটে জিততে পারবেন না তিনি।

বিধায়কদের একজোট করছেন পলানিস্বামী, বিরোধিতা পন্নিরের

বিধায়কদের একজোট করছেন পলানিস্বামী, বিরোধিতা পন্নিরের

শুক্রবার মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমদিন নিজের কার্যালয়ে না গিয়ে পলানিস্বামী গোল্ডেন বে রিসর্টে থেকেছেন দলীয় বিধায়কদের সঙ্গে। সেখানে শশীকলা ঘনিষ্ঠ বিধায়কেরা গত ১০ দিন একসঙ্গে থাকছেন। এদিন পন্নিরসেলবমও নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে নিজের দলে বিধায়কদের টানতে ব্যর্থ হয়েছেন। ফলে তাঁর আবেদন, আস্থাভোটে পলানির বিরুদ্ধে ভোট করে রাজ্যের স্বার্থ রক্ষা করুন। এমনটাই তিনি বিধায়কদের বলেছেন।

সচিন মোটেই খারাপ অধিনায়ক নন, দাবি টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচেরসচিন মোটেই খারাপ অধিনায়ক নন, দাবি টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচের

English summary
Rohit Sharma speaks about the importance of fans for good performance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X