For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভের পর পন্থের পাশে রোহিত, তরুণ তুর্কির রক্ষাকবচ এবার হিটম্যান

কিপিং দক্ষতা নিয়ে সিরিজের শুরু থেকেই চর্চায় ও সমালোচনায় ঋষভ পন্থ। কখনও ডিআরএস নেওয়ায় ভুল, কখনও বা উইকেটের আগে হাত বাড়িয়ে বল ধরে স্টাম্পিং! ক্রিকেটের ভাষায় যা সিলি মিস্টেক।

  • |
Google Oneindia Bengali News

কিপিং দক্ষতা নিয়ে সিরিজের শুরু থেকেই চর্চায় ও সমালোচনায় ঋষভ পন্থ। কখনও ডিআরএস নেওয়ায় ভুল, কখনও বা উইকেটের আগে হাত বাড়িয়ে বল ধরে স্টাম্পিং! ক্রিকেটের ভাষায় যা সিলি মিস্টেক। আর এই ভুলগুলো করেই সোশ্যাল মিডিয়ায় ল্যাজেগোবড়ে অবস্থা পন্থের।

কোথায়ও তাঁকে নিয়ে মিমের ছড়াছড়ি,কোথার আবার ভারতীয় দলে তাঁর ভবিষ্যত নিয়ে মন্তব্য করতে শুরু করেছেন ফ্যানেরা। এর মাঝেই এবার সব সমালোচনাকে দূরে ঠেলে দিয়ে পন্থের পাশে দাঁড়িয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের পর এবার পন্থের পাশে দাঁড়ালেন অধিনায়ক রোহিত শর্মা।

পন্থকে নিয়ে কী বললেন রোহিত

নাগপুরে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেছেন, 'প্রতিদিন প্রতি মুহূর্তে পন্থকে নিয়ে নতুন নতুন সমালোচনা হচ্ছে। অনেক হল, এবার সবাইকে পন্থকে নিয়ে একটু শান্ত হতে অনুরোধ করব। ওকে ওর খেলাটা খেলতে দিন। যারা সমালোচনা করবেন বলেই পন্থের ম্যাচে নজর রেখেছেন তাঁদের কাছে বিনীত অনুরোধ আর সমালোচনা নয়! ওর উপর থেকে একটু চোখ সরান। সেটাই ওর ক্রিকেটের পক্ষে ভালো।'

সমালোচনার কেন্দ্রে ঋষভ

সমালোচনার কেন্দ্রে ঋষভ

প্রসঙ্গত ভারতীয় ক্রিকেটে এখন সবেচয়ে বেশি আলোচনার কেন্দ্রে ঋষভ। দলে চোট আঘাত সমস্যা তৈরি হওয়ায় বিশ্বকাপে চার নম্বরে সুযোগ পেয়েছিলেন। সেখানে রান পেলেও গুরুত্বপূর্ণ সময় সেট হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। যা নিয়ে অধিনায়ক বিরাট কোহলি অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন। পরে তাঁর পাশে দাঁড়িয়ে পন্থ পরিণত হবেন বলেছিলেন। এরপর নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে।

ক্যারিবিয়ন সফর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থতা

ক্যারিবিয়ন সফর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থতা

ক্যারিবিয়ান সফরে ব্যাটে বিশেষ রান পাননি পন্থ।এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হন তিনি। বারবার সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে পারছেন না পন্থ। যা নিয়ে সৌরভ তাঁর পাশে দাঁড়িয়ে বসেছেন, 'পন্থের যোগ্যতা রয়েছে, ওকে সময় দিলে দারুণ ক্রিকেট খেলবে।'

একসময় রোহিতকে নিয়ে কম সমালোচনা হয়নি, সেই রোহিতই আজ সেরা

একসময় রোহিতকে নিয়ে কম সমালোচনা হয়নি, সেই রোহিতই আজ সেরা

উল্লেখ্য কেরিয়ারে শুরুতে রোহিত নিজেও ভালো ব্যাটসম্য়ান হিসেবে প্রমাণ দিতে ব্যর্থ হন। পরবর্তী সময় বিরাটের উত্থানের সময় বারে বারে পিছনের সারিতে হারিয়ে যান রোহিত। ভাগ্যের পরিহাসে চোটের কারণে ২০১১ বিশ্বকাপে সুযোগ পাওয়ার কথা থাকলেও ছিটকে যান। এরপর ক্রিকেট বিশ্ব অন্য রোহিতকে দেখেছে। ধোনি জমানায় প্রত্যাবর্তন ও সব সমালোচনাকে দূরে সরিয়ে নিয়মিত সুযোগ পেয়ে নিজেকে প্রতি ম্যাচেই প্রমাণ করেন। ক্রমে সেই রোহিতই আজ হিটম্যান রোহিত শর্মা, বিশ্বের অন্যতম সেরা ওপেনারে পরিণত হয়েছেন। অধিনায়ক হয়ে তাই তরুণ প্রতিভাদের পাশে দাঁড়াতে পছন্দ করেন। পন্থের পাশে দাঁড়িয়ে রোহিতের এদিনের মন্তব্য ফের তা প্রমাণ করল।

English summary
Rohit Sharma supported youngster pant, slams critics ahead of 3rd T20I vs Bang
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X